আপনজন ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে খেলবেন না বিরাট কোহলি। আজ সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছে, ব্যক্তিগত কারণেই নিজেকে সরিয়ে নিয়েছেন এই তারকা ব্যাটসম্যান। এর আগে গতকাল ব্যক্তিগত কারণে ভারত সফরের ইংল্যান্ড দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন হ্যারি ব্রুক।বিসিসিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাখ্যা করা হয়েছে, কেন কোহলি খেলবেন না সেটি, ‘বিরাট অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন, দেশের প্রতিনিধিত্ব করাটাকেই তিনি সবার ওপরে স্থান দেন। কিন্তু এখন ব্যক্তিগত একটি বিষয়ে তাঁর উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকায় এই সিদ্ধান্ত।’দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেললেও ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ছিলেন না কোহলি। তবে সিরিজের শেষ দুই ম্যাচ খেলেছিলেন এই ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।প্রথম দুই টেস্টে ৪ নম্বরে কোহলির জায়গা কে নেবেন, সেটি একটি প্রশ্ন। শ্রেয়াস আইয়ার ও শুবমান গিল আছেন, আছেন লোকেশ রাহুলও। রাহুল সম্ভবত শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলবেন।ভারত ও ইংল্যান্ড পাঁচটি টেস্ট খেলবে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৫ জানুয়ারি, ভেন্যু হায়দরাবাদ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct