আপনজন ডেস্ক: একদিকে অযোধ্যায় রামমন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অন্যদিকে অযোধ্যায় তৈরি হতে যাওয়া বাবরির বিকল্প মসজিদের নির্মাণ প্রক্রিয়া চলতি বছরের মে মাসে শুরু হবে বলে সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। আরও হয়েছে এই মসজিদটি নির্মাণে তিন থেকে চার বছর সময় লাগতে পারে। এটি উল্লেখযোগ্য যে অযোধ্যায় নির্মিত মসজিদের প্রকল্পটি ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের উন্নয়ন কমিটি দেখাশোনা করছে। এর প্রধান হাজী আরাফাত শেখ। তিনি বলেন, মসজিদের জন্য অর্থ সংগ্রহের জন্য একটি ‘তহবিল’ সংগ্রহের প্রচেষ্টা করা হবে, যার পরিপ্রেক্ষিতে একটি ওয়েবসাইট তৈরি করা হচ্ছে। তিনি আরও জানান যে, অযোধ্যায় গ্র্যান্ড মসজিদ তৈরি করা হবে তার নাম হবে নবী মুহাম্মদের নামানুসারে ‘মসজিদে মুহাম্মদ বিন আবদুল্লাহ’। আরাফাত বলেছেন, আমাদের প্রচেষ্টা মানুষের মধ্যে শত্রুতা ও ঘৃণার অবসান ঘটানো। আমরা চাই লোকেরা একে অপরকে ভালবাসুক, আপনি সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত গ্রহণ করুন বা না করুন। উল্লেখ্য, আইসিএফ সভাপতি , জাফর আহমেদ ফারুকী জানান, তারা এখনও তহবিলের জন্য আর্জি জানাননি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct