নাজিম আক্তার, সামসী, আপনজন: উত্তর মালদা জোনে আইডিয়াল টেলেন্ট সার্চ পরীক্ষায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী কে পুরস্কৃত করা হল।রবিবার সামসী এগ্ৰীল উচ্চ বিদ্যালয়ে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিয়াল টেলেন্ট সার্চ পরীক্ষার মালদা জেলা সভাপতি আবেদ আলি,সম্পাদক আমিনুল ইসলাম,সহ সম্পাদক মহম্মদ হুমায়ূন,সহ সভাপতি তোফাজ্জল হোসেন,এগ্ৰীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেশ পান্ডে ও সাহিত্যিক ও বাহন পত্রিকার সম্পাদক মহম্মদ ওয়াহেদুর রহমান সহ বিশিষ্টজনেরা।জেলা সভাপতি আবেদ আলি জানান,অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত আইডিয়াল টেলেন্ট সার্চ পরীক্ষা হয় ২০২৩ সালের ১৪ অক্টোবর। ২৫ ডিসেম্বর তার ফলাফল প্রকাশিত হয়।সারা রাজ্য জুড়ে তৃতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত এই পরিক্ষায় ১৪ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। উত্তর মালদায় মোট আটটি পরীক্ষা কেন্দ্রে ছয় হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এদিন ওই আটটি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি শ্রেণির প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়।তাদের হাতে সার্টিফিকেট, মেমেন্টো ও মেডেল তুলে দেওয়া হয়।এছাড়াও এই পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীকে সার্টিফিকেট প্রদান করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct