আপনজন ডেস্ক: ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ইহুদি সম্প্রদায়কে সোচ্চার হতে আহ্বান ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য লন্ডনে বিশ্ব ইহুদি সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইহুদিদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল জিউইস এন্টি-জায়োনিস্ট নেটওয়ার্ক। সম্প্রতি লন্ডনে ইসরায়েলি রাষ্ট্রদূতের বাসভবনের বাইরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়। গাজায় ইসরায়েলি বাহিনীর ক্রমাগত বোমা হামলার বিরুদ্ধে আয়োজিত এ বিক্ষোভে ইহুদি সম্প্রদায়ের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। আইজেএনের বিক্ষোভ সমাবেশে বিবেকবান, মানবিক ইহুদিদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ফিলিস্তিন সমস্যার চূড়ান্ত সমাধানে নেতানিয়াহুর লক্ষ্যের বিরুদ্ধে আমাদের এক হয়ে দাঁড়াতে হবে। সমাবেশের বক্তারা বলেন, বোমাবর্ষণ করে বাড়িঘর, হাসপাতাল ও জীবনরক্ষাকারী অবকাঠামো ধ্বংস করে ইসরায়েলের গাজা অবরোধ নারকীয় গণহত্যা। ডা. মারিকা শেরউড বলেন, যারা ইহুদিদের নামে কথা বলার দাবি করে, আমি সেই ইসরায়েলি সরকারকে বলতে চাই, তারা আমার নামে কথা বলছে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct