নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: পুজোকে দেখিয়ে ভোট চাওয়া, ভগবানকে ‘ইলেকশন এজেন্ট’ বানানো, এটা ভগবানের জন্যও অসম্মানের, এভাবে হাওড়ায় বিজেপিকে কড়া আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য। রবিবার হাওড়ার ২৫নং ওয়ার্ডে এক রক্তদান শিবিরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য রামলালা’র মূর্তি প্রতিষ্ঠার দিন কলকাতায় সংহতি যাত্রা প্রসঙ্গে দেবাংশু বলেন, বাংলা বার্তা দিয়েছে গোটা দেশের মধ্যে আমরা ইউনিটির পক্ষে। আমরা ভাগাভাগির রাজনীতির পক্ষে নই। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ওইদিন রাজ্যে অর্ধদিবস ছুটি চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন পত্র মারফত সেই বিষয় নিয়েও এদিন কটাক্ষ করেন দেবাংশু। প্রসঙ্গত, এদিন হাওড়ার ২৫ নম্বর ওয়ার্ডের ওলাবিবিতলা এলাকায় বিবেকানন্দ শিশু উদ্যানে প্রাক্তন কাউন্সিলর বিশ্বনাথ দাসের উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবির ও বিনা ব্যয়ে স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন দেবাংশু।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct