আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: তফসিলি জাতি, উপজাতি, অনগ্রসর ও সংখ্যালঘু ফোরামের যৌথ মঞ্চ বোলপুর মহকুমা তথা বীরভূম জেলা জুড়ে আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে নানান কাজ করে যাচ্ছে। আদিবাসী মানুষের জমি বেদখল হওয়া, তাদের উপর নির্যাতন ও অবিচারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে ।এমন কি তফসিলি জাতির জন্য হোস্টেল বন্ধ হওয়া ও সরকারী জমি বেদল হয়ে যাওয়ার বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাচ্ছে । আর এতে এক শ্রেণীর দুর্নীতি গ্রস্থ মানুষ ও জমি মাফিয়াদের কারবারে ব্যাঘাত ঘটায় যৌথ মঞ্চের নেতা বৈদ্যনাথ সাহার নামে শান্তিনিকেতন থানায় মিথ্যা মামলা করা হয়েছে। তার নামে শ্লীলতাহানি সহ হুমকির অভিযোগ আনা হয়েছে। এরই প্রতিবাদে আজ রবিবার দুপুরে যৌথমঞ্চের পক্ষ থেকে ধিক্কার মিছিল করে শান্তিনিকেতন থানার সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়। সভা শেষে সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবী জানিয়ে একটি স্মারক লিপিও জমা দেন যৌথ মঞ্চের সদস্যরা। যৌথ মঞ্চের পক্ষ থেকে শিবু সরেনে বলেন, “আমাদের সংগঠনের জেলা নেতৃত্বের নামে ভিত্তিহীন সাজানো মামলা দায়ের করে সংগঠনকে দুর্বল করার ষড়যন্ত্র করা হচ্ছে, সংগঠনকে ধ্বংস করার চক্রান্ত চলছে। কিন্তু সেটা জমির দালালরা করতে পারবে না। আমরা আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষের স্বার্থে লড়ছি এবং আগামী দিনেও লড়ে যাব। মিথ্যা মামলা করে আমাদের আন্দোলনকে আটকানো যাবে না”।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct