আব্দুস সামাদ মন্ডল, কলকাতা, আপনজন: সম্প্রতি পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সময়সূচি আকস্মিক বদল করেছে। নতুন সূচি অনুযায়ী সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পরীক্ষা বেলা ১টা পর্যন্ত চলবে। ছাত্র সংগঠন এসআইও এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে। এসআইও মনে করে এই সিদ্ধান্ত পরীক্ষার্থীদের জন্য নেতিবাচক। বিশেষত, যে সমস্ত পরীক্ষার্থীদের অনেকটা রাস্তা পাড়ি দিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হয় তারা ব্যাপক সমস্যায় পড়বে।এদিন সংগঠনের রাজ্য সভাপতি সাইদ মামুন বলেন,“শিক্ষা পর্ষদের এই সিদ্ধান্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিপাকে ফেলেছে। রাজ্যে এমনও পরীক্ষার্থী রয়েছে যাদেরকে ১০ কিমির বেশি রাস্তা পাড়ি দিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হয়।” তিনি আরও বলেন, “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হল একজন পড়ুয়ার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দুই পরীক্ষা তাই সে খুব স্বাভাবিক ভাবেই মানসিক উত্তেজনার শিকার হয়। পরীক্ষা শুরুর সময় এগিয়ে আসলে ছাত্র-ছাত্রীদের সময়মতো পরীক্ষা কক্ষে পৌঁছানোর জন্য মাথায় অতিরিক্ত চাপ বাড়বে যে তাদের পরীক্ষার খাতায় উত্তর লেখার ওপর প্রভাব ফেলতে পারে।” তিনি শিক্ষা দপ্তরের এই হঠকারি সিদ্ধান্তকে ধিক্কার জানিয়ে বলেন যে, পরীক্ষার সময়এগিয়ে নিয়ে আসার মত পদক্ষেপ নেওয়ার পূর্বে পরীক্ষার্থী ও শিক্ষক মহলের সঙ্গেপরামর্শ করা আবশ্যক। সাইদ মামুন আগের মত বেলা ১১টা ৪৫ মিনিট থেকেই পরীক্ষা গ্রহণের সূচী বহাল রাখার দাবি জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct