নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: ফের রাজ্যে আসছেন মোহন ভগবত। থাকবেন টানা তিনদিন। লোকসভা ভোটের আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক প্রধানের ঘনঘন বাংলায় আসা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও সূত্রের খবর, সাংগঠনিক কোনও বৈঠক নয়, ব্যক্তিগত কাজেই শহরে আসছেন ভগবত। ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন। রামলালা প্রাণপ্রতিষ্ঠা ঘিরে সেখানে বিরাট আয়োজন। থাকবেন মোহন ভগবতও। সেই অনুষ্ঠান সেরে ২২ জানুয়ারি রাতেই কলকাতায় আসবেন তিনি। জানা গিয়েছে, কলকাতায় এক বিবাহ অনুষ্ঠানে যোগ দেবেন। পরদিন অর্থাৎ ২৩ জানুয়ারি সকালে যাবেন বারাসত। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মবার্ষিকীতে ‘নেতাজি লহ প্রণাম’ অনুষ্ঠানে যোগ দেবেন। পরদিন অর্থাৎ ২৪ জানুয়ারি ফিরে যাবেন। গোটা সফরে কোনও সাংগঠনিক বৈঠক নেই আরএসএস প্রধানের। প্রসঙ্গত, বর্ষশেষে দু’দিনের সফরে কলকাতায় এসেছিলেন সংঘপ্রধান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct