নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: উলুবেড়িয়া-১নং ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের যশপুর প্রাথমিক বিদ্যালয়ের ১৪৯ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঠিক মতো মিড-ডে-মিল দেওয়া হয় না, এমনকি অনেক সময় পাতেও পড়ে না ডিম!এমনই অভিযোগ ছিল এলাকার মানুষদের।শনিবার কুলগাছিয়ার যশপুর প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়ে যান উলুবেড়িয়া-১নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক ও প্রশাসনের আধিকারিকরা। এদিন বিডিও কে সামনে পেয়ে গ্রামবাসীরা ক্ষোভ উগরে দেন আইডিএস কর্মী ও সহায়িকার বিরুদ্ধে!গ্রামবাসীদের অভিযোগ নিয়ে ব্লক প্রশাসনের আধিকারিকরা ওই অঙ্গনওয়াড়ি সহায়িকাদের সঙ্গে কথা বলেন।বিডিও এইচ এম রিয়াজুল হক জানান,গ্রামবাসীদের অভিযোগ সম্পূর্ণই ঠিক!যার কারণে ওই বিদ্যালয়ের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাকে শো-কজ করা হয়েছে!এবং তিন দিনের মধ্যে তাঁদের উওর দিতে বলা হয়েছে।এদিনের এই সারপ্রাইজ ভিজিটে বিডিও ছাড়াও উপস্থিত ছিলেন উলুবেড়িয়া-১নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চম্পা সামন্ত,চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সহদেব রুইদাস,উপ-প্রধান রেজাউল হক মোল্লা,উলুবেড়িয়া-১নং ব্লকের অফিসার সেখ আজারউদ্দিন,চন্দন দাস,সুনিত আচারিয়া,নাজির হোসেন মিদ্দে, সৌনক গাঙ্গুলি প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct