সুব্রত রায়, কলকাতা, আপনজন: রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে রাজ্য ও কলকাতা পুলিশকে বিশেষ সতর্ক করা হল। গোয়েন্দা দপ্তরের সূত্র অনুযায়ী, সোমবার সকাল থেকেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ এবং কলকাতার বিভিন্ন এলাকায় উত্তেজনা দেখা দিতে পারে। সোমবার রাতে কলকাতায় পা রাখছেন আরএসএস প্রধান মোহন ভগবত। সোমবার দুপুর থেকেই আরএসএসের একনিষ্ঠ সদস্যরা কলকাতা এবং শহরতলীর বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে রাম মন্দির উদ্বোধন কার্যক্রমে অংশগ্রহণ করবেন। শহর এবং শহরতলীর বিভিন্ন এলাকায় বড় জায়ান্ট স্কিন লাগিয়ে রাম মন্দির উদ্বোধন কার্যক্রম দেখানো হবে। শুধু তাই নয় প্রসাদ বিতরণ ও পূজাঅর্চনা হবে বিভিন্ন এলাকায়। গোয়েন্দারা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাকে বিশেষভাবে উত্তেজনাপ্রবণ বলে চিহ্নিত করেছে। সংশ্লিষ্ট জেলাগুলি হল হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা।
উত্তরবঙ্গে রাম মন্দির উদ্বোধন কার্যক্রমকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনরা রয়েছে বলে গোয়েন্দারা তাদের রিপোর্টে উল্লেখ করেছে। রাঢ় অঞ্চলে বিভিন্ন এলাকায় রাম মন্দির উদ্বোধন কার্যক্রম দেখানো কে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে গোয়েন্দারা আশঙ্কা প্রকাশ করেছে। কলকাতার বড়বাজার বেলগাছিয়া সেন্ট্রাল এভিনিউ এবং হাওড়ার জি টি রোড সংলগ্ন একাধিক এলাকায় তাই সোমবার সকাল থেকেই কলকাতা পুলিশ এবং হাওড়া কমিশনার্ড কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গোয়েন্দারা। ব্যারাকপুর ও বিধাননগর কমিশনারেটকে বিভিন্ন এলাকা চিহ্নিত করে করা পেট্রোলিন ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাকসার্কাস পর্যন্ত সংহতি মিছিল করবেন। সেই মিছিলের রুটে কড়া পুলিশি নজরদারির পাশাপাশি শহরের বিভিন্ন পয়েন্টে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরা তে সকাল থেকে লালবাজারের কন্ট্রোল রুমের নজরদারি জোরদার করা হচ্ছে। রাজ্য পুলিশের বিজি রাজীব কুমার আগেই নির্দেশ দিয়েছেন সোমবার পুলিশের অনুমতি না নিয়ে কোথাও মিছিল করা যাবে না।
কিন্তু মিছিল না হলেও বিভিন্ন এলাকায় মঞ্চ বেঁধে রাম মন্দির উদ্বোধনের কার্যক্রম পালনের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তাকে কেন্দ্র করে যাতে অশান্তি না হয় তার জন্য পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct