আপনজন ডেস্ক: তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন রবিবার বলেছেন, আট মাসেরও বেশি সময় ধরে মণিপুর “ছিন্নভিন্ন” হয়ে পড়েছে, কিন্তু প্রধানমন্ত্রী এখনও সে রাজ্যে পা রাখেননি।
মণিপুরের রাজ্য প্রতিষ্ঠা দিবসে এক্স-এর একটি পোস্টে তিনি এই মন্তব্য করেন এবং রাজ্যসভায় বিষয়টি উত্থাপনের একটি ভিডিওও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছেন ডেরেক। ২১ জানুয়ারি মণিপুর, মেঘালয় ও ত্রিপুরার রাজ্য প্রতিষ্ঠা দিবস। আট মাসেরও বেশি সময় ধরে মণিপুর অশান্ত। তৃণমূলের রাজ্যসভার সাংসদ বলেন, প্রধানমন্ত্রী এখনও রাজ্যে আসার কথা ভাবেননি। গত বছরের মে মাস থেকে মণিপুর জাতিগত উত্তেজনার সম্মুখীন হয়েছে, যার ফলে ১৮০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে। মেইতেই সম্প্রদায়ের তফসিলি উপজাতি (এসটি) মর্যাদার দাবির বিরোধিতা করে পার্বত্য জেলাগুলিতে ‘আদিবাসী সংহতি মার্চ’ সংগঠিত হওয়ার পরে ৩ মে সহিংসতা ছড়িয়ে পড়ে। মণিপুরের জনসংখ্যার প্রায় ৫৩ শতাংশ নিয়ে গঠিত, মেইতেইরা মূলত ইম্ফল উপত্যকায় বাস করে, অন্যদিকে নাগা ও কুকিদের অন্তর্ভুক্ত উপজাতিরা ৪০ শতাংশ গঠন করে এবং প্রধানত পার্বত্য জেলাগুলিতে বাস করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct