এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: একুশে জানুয়ারি ‘ইন্ডিয়ান সেকুলার ফন্টে’র (আইএসএফে) প্রতিষ্ঠা দিবস কার্যত ভিন্নভাবে পালন করল নওশাদরা ৷ চেয়ার নেই! গ্যালারি ফাঁকা! আইএসএফের প্রতিষ্ঠা দিবসে একেবারে অন্য ছবি দেখা গেল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে । আদালতের নির্দেশ মতো শর্ত সাপেক্ষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করার অনুমতি পেয়েছিল আইএসএফ ৷ ১০০০ জনের অনুমতি থাকলেও মেঝের উপরে চেয়ার ছাড়া মঞ্চে ম্যাটে বসেছিলেন শুধু নওশাদ সিদ্দিকী সহ হাতে গুণে জনা ১২ জন আইএসএফ নেতৃত্ব। তবে এ দিন বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে প্রতিষ্ঠা দিবস উদযাপনের আয়োজনের আয়োজন করে আইএসএফ ৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রতিষ্ঠা দিবসের সভা থেকে সুর চড়ান দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ৷ তিনি বলেন, ‘২০২৪-এ আমি আবার বলছি, ডায়মন্ড হারবারে লড়াই করব। ডায়মন্ড হারবারে পরাজিত করে আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা বিজয়োৎসব করব। এখনও আমি নমিনেশন জমা করিনি, আর তাতেই দেখছি কালীঘাট থরথর করে কাঁপতে শুরু করেছে। বলছে, বিধবা ভাতা না বার্ধক্যভাতা চুরি হয়েছে। প্রায় ৯ বছর পরে ঘুম ভেঙেছে! আমি যদি নমিনেশন করি, তাহলে পিসি-ভাইপোর কী হবে, বোঝাই যাচ্ছে। ২০২৪-এ ভাইপোকে পরাজিত করে কালীঘাটে পাঠাব’। নওশাদের অভিযোগ, কোনও দাবি উঠলেই, মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক সমস্যার কথা বলেন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে নওশাদ বলেন, ৬ মাসের জন্য তাকে অর্থদফতরের দায়িত্ব দেওয়া হোক। দেখিয়ে দেব, কীভাবে তা চালাতে হয়, পাল্টে দেব রাজ্যের হাল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct