শীতের ঠকঠকানি!
তরতরিয়ে নামছে পারদ
শীতের ছ্যাঁকা লাগছে গায়
শীতে সবাই জবুথবু
জোয়ান বুড়ো কাহিল হায়!
তার উপরে শীত বৃষ্টি
ঠকঠকানি বাড়ছে ভাই
মেঘের আড়ালে রবি মামা
কনকনানি বাড়ছে তাই!
ঘন কুয়াশার চাদরে ঢাকা
মাটি থেকে আশমান
পথ হারিয়ে পরীযায়ীরা
চক্কর কাটছে সারা সকাল!
শীত এবার জাঁকিয়ে বসেছে
লম্বা ব্যাটিং করছে তাই
শীতের কামড় বাড়ছে যত আগুন পোহানোর ততই ঢল!
হাতমোজা পা মোজা হনুমান টুপি
লেপ কাঁথা কম্বলে
জড়িয়ে আছি তবু যেন হাড় হিম
ঠান্ডায় ঠকঠকানি কাঁপুনি!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct