নিজস্ব প্রতিবেদক, কালিয়াচক, আপনজন: কালিয়াচকে হতে চলেছে সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল। এবার কালিয়াচকবাসী তাঁদের সন্তানদের বিনে পয়সায় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করাতে পারবেন। এই খবরে খুশি তাঁরা। শনিবার মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত ধরে স্কুলের শিলান্যাস হয়ে গেল। কালিয়াচকের বুকে সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল হওয়ায় খুশি এলাকাবাসী। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। এতদিন কালিয়াচকের ইংলিশ মিডিয়ামের পড়ুয়াদের মুর্শিদাবাদের ফরাক্কা কিংবা মালদা শহরের দিকে যেতে হচ্ছিল। এবার থেকে বাড়ির কাছে পেয়ে যাবে স্কুল। বিশেষ করে গরিব ঘরের পড়ুয়াদের কথা চিন্তা করে ইন্ডিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল প্রকল্প করে চলেছে রাজ্য সরকার। এদিন কালিয়াচক-১ ব্লকের সুলতানগঞ্জ এলাকায় স্কুলের নির্মাণ কাজের সূচনা করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মন্ত্রী ছাড়াও ছিলেন বিডিও সত্যজিত হালদার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুর রহমান, কালিয়াচক-১ অঞ্চল প্রধান পায়েল সাহা প্রমুখ। মন্ত্রী সাবিনা ইয়াসমিন এদিন জানান, ‘এলাকার গরিব মানুষদের সন্তানরা এবার থেকে বিনে পয়সায় ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে পারবে। এতদিন কালিয়াচকের বাইরে গিয়ে পড়াশোনা করতে হত। গরিব সন্তানদের অর্থের অভাবে বেসরকারি স্কুলে পড়ানো সম্ভব হত না। সামনে লোকসভা নির্বাচন। তার আগেই আমরা কাজ শুরু করে দিলাম। দ্রুত কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রায় ২ কোটি ৯৩ লক্ষ টাকা খরচ হবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct