রাতে বাড়িতে হানা দিচ্ছে সেনাবাহিনী। নিয়মিত সেনার এই অভিযানে আতঙ্কে গাছে রাত কাটাচ্ছেন কাশ্মীরের যুবকরা। সেনাবাহিনীর ভয়ে বাগানের আপেল গাছে উঠে পড়ে মোহাম্মদ মাল্লা নামের এক যুবক। আর সেখানেই পুরো রাত কাটাতে হয় তাকে। পুলওয়ামার রামহু গ্রামের বাসিন্দারা জানাচ্ছেন, কাশ্মীরের ওপর থেকে ৩৭০ নং ধারা বিলোপের পর শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান বাসিন্দারা।তাঁদের অভিযোগ, দিনের আলোতে কেউ মিডিয়ার ভয়ে কেউ কিছু না বললেও রাতের বেলায় গ্রামে হানা দেওয়া শুরু করেছে নিরাপত্তা বাহিনী। বাড়িতে ঢুকে বেধড়ক মারধর করার পাশাপাশি তাদের বাড়িঘর, গাড়ি ভাঙচুর করছেন জওয়ানরা। একই সঙ্গে তারা কেড়ে নিচ্ছেন বাসিন্দাদের পরিচয়পত্র। আশপাশের মসজিদগুলির লাউডস্পিকার থেকে ঘোষণা আটকাতে এখন সেগুলির প্রবেশপথই বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি ইমামদেরও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। অনেকের অভিযোগ, পাথর ছুড়লে কড়া পদক্ষেপ করা হবে বলে হুমকি দিয়েছে পুলিশ। ইতিমধ্যেই গ্রামের ২৩ জন যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর থেকে ওই যুবকদের নাকি আর খুঁজে পাওয়া যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct