মোল্লা মুয়াজ ইসলাম, খন্ডঘোষ, আপনজন: গ্রামে ও পাড়ায় সমস্যার সমাধান ও জনসংযোগ কর্মসূচিতে পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজি খণ্ডঘোষের হুরিয়া গ্রামের তালপুকুর আদিবাসী পাড়ায় পৌঁছান। সেখানে এক আদিবাসী মহিলা তার বার্ধক্য ভাতা বন্ধ হয়ে গেছে বলে জেলাশাসকের কাছে অভিযোগ করেন। জেলাশাসক তাকে আশ্বস্ত করেন। কিছুক্ষণের মধ্যে তালপুকুর পাড়ার ওই বৃদ্ধা মহিলা মঙ্গলা মান্ডি তার নাত জামাই কে সঙ্গে নিয়ে খণ্ডঘোষ বিডিও অফিসে পৌঁছালে বিডিও অভিক কুমার ব্যানার্জি সঙ্গে সঙ্গে তার সমস্যার সমাধান করেন। তার সঙ্গে বিডিও সাহেব রিলিফ থেকে চাল এবং কম্বলেরও ব্যবস্থা করে দেন মঙ্গলা মান্ডি কে। একই সঙ্গে বার্ধক্য ভাতার সমস্যার সমাধান ,চাল এবং কম্বল পেয়ে খুশিতে আপ্লুত হয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন মঙ্গলা মান্ডি। খণ্ডঘোষের বিডিও অভিক কুমার ব্যানার্জি বলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সমস্যার সমাধান ও জনসংযোগের কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সেই হিসেবে ২০ জানুয়ারী জেলাশাসক খণ্ডঘোষের হুড়িয়া গ্রামের তালপুকুর আদিবাসী পাড়ায় আসেন। অভিযোগ শোনার পরেই তিনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই হিসাবে ওই বৃদ্ধা মহিলার সমস্যার সমাধান করা হয়েছে। জেলাশাসকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এডিএম জেনারেল অমিয় কুমার দাস , এসডিও সদর সাউথ কৃষ্ণেন্দু মন্ডল ও খণ্ডঘোষের বিডিও অভিক কুমার ব্যানার্জি। পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজি প্রথমে খন্ডঘোষের হুরিয়া গ্রাম তারপর উদয় কৃষ্ণপুর গ্রামে পৌঁছান। অতিরিক্ত জেলা শাসক সাধারণ অমিয় কুমার দাস রায়নার রায়নার পলেমপুরে বৃদ্ধ মহিলা ও শিশুদের সঙ্গে কথা বলে সমস্যা শোনেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct