ওয়াসিফ মঞ্জিল
শিখা খাতুন
আরও একবার জেগে উঠল কেল্লা নিজামতের
ওয়াসিফ আলি মির্জার সেই নূতন প্রাসাদ।
তবে এবার তাঁর আবাসের প্রাসাদ হিসেবে নয়, পর্যটকদের পর্যটন হয়ে!
কোথায় নবাব? কোথায় নবাবের বেগম?
কোথায় বা মন্ত্রীসভা? কৈ কিছুই তো চোখে পড়ল না!
চোখে পড়ল তাঁদের ফেলে রেখে যাওয়া
প্রাসাদ ভর্তি ধুলোয় ভরা যাবতীয় আসবাবপত্র!
ধুলোয় পূর্ণ চেয়ার গুলোও মনে হচ্ছিল নবাবের অপেক্ষায় প্রহর গুনছে।
মনে হল আয়না গুলোও পূর্ণতা পাচ্ছিল না
তাঁদের পুরোনো প্রতিবিম্ব ছাড়া!
যেদিকেই তাকায় শুধুই অন্ধকার,
হয়ত বহু বছর আগেই আলো নিভিয়ে ঘুমিয়ে পড়েছে নবাবি আমল!
যার দরুন শুধুই নবাবী প্রাসাদে অন্ধকারের বিষাদ,
যাবতীয় ফেলে রেখে যাওয়া আসবাবপত্রের সাথে প্রাসাদও অপেক্ষার প্রহর গুনতে গুনতে আজ ক্লান্তির রোগে সৌন্দর্য হারিয়ে ফেলেছে।
তবে কি আর ফিরবে না নবাবগন!
এভাবেই কি তবে তাঁদেরকে কল্পনার জগতে ভেবে যেতে হবে?
এর উত্তর কে দেবে ?
ভাগীরথী! হ্যাঁ হয়ত ভাগিরথীই একমাত্র পারবে নবাবী বাংলার সব প্রশ্নের উত্তরই খুঁজে দিতে।
যার জোয়ারে তলিয়ে গেছে সিরাজের প্রাসাদের দেহ,
সে আজ বড়ই অপরাধীর মতো বয়ে চলেছে নীরবে...
যেন মনে হয় ভাগীরথী,
কেল্লা নিজামত ইতিহাসের সাক্ষ্য বহনকারী সব খবরই তার জানা,
সে তার প্রবাহিণী সুরে নিত্য দিনই কি যেন বলতেই থাকে তবে আফসোস তার ভাষা আমাদের অজানা...।
এভাবেই নিষ্পন্ন হতে হল বাংলার সেই বিখ্যাত রাজকীয় নবাবী আমলকে,
একের পর এক নবাবী বাংলার চিরাগত বিশাল বিশাল অট্টালিকা আজ পর্যটনের ইতিহাসেই কেবল বন্দী হয়ে রয়ে গেল।
নবাবী বাংলাকে স্পর্শ করে দেখা হল না আর
যাঁদের স্পর্শে কেল্লার অলিগলি আলোয় মুখরিত হত,
নবাব ব্যতীত আজ সর্বব্যাপী রাজকীয় আলো নিভে গেছে বাংলার...!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct