সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: ফের নির্মীয়মান বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ নির্মাণে জট। এলাকায় কালভার্টের দাবীতে কাজ বন্ধ করে বিক্ষোভ এলাকাবাসীর। আলোচনার আস্বাসে বিক্ষোভ উঠলেও দাবি থেকে সরতে নারাজ গ্রামবাসীরা । ফের নির্মীয়মান বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ ঘিরে জট। এলাকায় কালভার্ট নির্মাণের দাবীতে রেলপথ নির্মাণের কাজ আটকে বিক্ষোভে সামিল হলেন বাঁকুড়ার কোতুলপুর ব্লকের হেতাল গ্রামের মানুষ। দুদিন ধরে কাজ আটকে থাকার পর প্রশাসনিক আস্বাসে বিক্ষোভ উঠলেও নিজেদের দাবী থেকে সরতে নারাজ গ্রামবাসীরা। বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ নিয়ে জট যেন কিছুতেই কাটতে চাইছে না। ভাবাদিঘি সমস্যায় দীর্ঘদিন ধরে আটকে ছিল এই রেলপথ নির্মাণের কাজ। সেই কাজ অবশেষে শুরু হলেও এবার বাঁকুড়ার কোতুলপুর ব্লকের হেতাল গ্রামের বাসিন্দাদের আন্দোলনে থমকে গেল রেলপথ নির্মাণের কাজ। সূত্রের খবর সম্প্রতি কোতুলপুর ব্লকের গোপীনাথপুর এলাকায় রেলপথ নির্মাণের জন্য জমি ভরাটের কাজ শুরু করে বরাত প্রাপ্ত ঠিকা সংস্থা। বেশ কিছুটা কাজ এগিয়েও যায়। এরপর গতকাল থেকে আন্দোলনে নামে স্থানীয় হেতাল গ্রামের মানুষ। তাঁদের দাবী রেলপথ নির্মাণের জন্য মাটি ফেলে এলাকা অনেক উঁচু করে দেওয়া হচ্ছে। এরফলে হেতাল গ্রাম থেকে জল নিকাশের যে স্বাভাবিক ব্যবস্থা রয়েছে তা ব্যাহত হবে। বর্ষায় রেল লাইনের উঁচু জায়গায় জল বাধাপ্রাপ্ত হয়ে বানভাসি হবে স্থানীয় হেতাল গ্রাম। হেতাল গ্রামের বাসিন্দাদের দাবী এলাকার জল নিকাশের জন্য হেতাল গ্রাম সংলগ্ন এলাকায় কালভার্ট নির্মাণ করলে তবেই তাঁরা রেলপথ নির্মাণ করতে দেবেন। গতকাল থেকে এই আন্দলন চলার পর আজ রেলপথ নির্মণের বরাত প্রাপ্ত ঠিকা সংস্থার আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। বিষয়টি নিয়ে আলোচনায় বসার মৌখিক আস্বাসে এলাকাবাসী অবস্থান আন্দোলন প্রত্যাহার করে নিলেও নিজেদের দাবীতে অনড় গ্রামবাসীরা। বরাত প্রাপ্ত ঠিকাদার জানিয়েছেন স্থানীয় ব্লক প্রশাসন বিশেষজ্ঞদের দিয়ে সরেজমিন পরীক্ষা করে প্রয়োজন মনে করলে এবং রেল কর্তৃপক্ষ নির্দেশ দিলে তবেই ওই এলাকায় কালভার্ট নির্মাণ সম্ভব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct