নিজস্ব প্রতিবেদক, বসিরহাট, আপনজন: পোষণ ট্রেকার অ্যাপের মাধ্যমে খবর জানতে হলে আইসিডিএস কর্মীদের মোবাইল ফোন কিনে দিতে হবে। সেই সঙ্গে আইসিটি সেন্টারগুলোর পরিকাঠামো অভাব দূর করতে গণস্বাক্ষর করে অফিসের সামনে মাইক বেধে অবস্থান প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করা হল শনিবার। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার কয়েক হাজার আইসিডিএস কর্মী রয়েছে ইতিমধ্যে রাজ্যের বেশ কিছু আইসিডিএস সেন্টারগুলো বেহাল ভগ্ন দশা কখনো খোলা আকাশের নিচে রান্না করতে হচ্ছে কখনো আবার ত্রিফলটা নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে নাজিয়াল হচ্ছে আর সেই ছবি সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ছে এবার উপযুক্ত পরিকাঠামো সুস্থ পরিবেশে সঠিক সরকারি রুল মেনে আইসিডিএস সেন্টার চালানোর দাবিতে বসিরহাট মহাকুমার বসিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাইপালা এস এন মজুমদার রোডে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিস ঘেরাও করলেন আইসিডিএস এর কর্মীরা। তাদের দাবি আমাদের যে ড্রেস পরছে সেই ড্রেসটা আমাদের টাকায় করতে হয়, সরকার দেয় না কেন্দ্রীয় সরকার পেনশন গ্রাজুইটি আমাদের নেই। জীবনে ঝুঁকি নিয়ে কাজ করি। পাশাপাশি যেখানে ন্যূনতম ২৬ হাজার টাকা বেতন সেখানে আমরা হাজার থেকে ২০০০ টাকা ২,৫০০হাজার বেতন পাই মহিলা আইসিডিএস কর্মীদের জন্য কোন টয়লেট নেই বসার জায়গা নেই রান্না করার জায়গাটুকু নেই এই কঠিন দূরবস্থার মধ্য দিয়ে ছোট ছোট শিশুদের শিক্ষার আলোয় পৌঁছাতে আমরা অঙ্গীকারবদ্ধ তারপরেও আমরা বঞ্চিত হচ্ছে আমাদের জন্য বিডিও ও সুপারভাইজার, এমনকি গাড়ির ড্রাইভাররা পর্যন্ত সরকারি নির্ধারিত বেতন পাচ্ছেন। আমরা যেভাবে পরিশ্রম করে চলছি তাতে আমাদের দিকে কেন্দ্র সরকারের কোন নজর নেই। অভিযোগ, সর্বশিক্ষা অভিযানের যে অর্থ আসছে সেই অর্থ দিয়ে কোনো রকম ভাবে বাচ্চাদের খাওয়ার যোগাতে পারছি না। যে পরিমাণ গ্যাসের দাম বেড়েছে তাতে বাচ্চাদের রান্না করতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে। জিনিসপত্রের দাম নির্ধারিত করতে হবে শিশুদের খাবারের টাকা দু মাস তিন মাস অন্তর দিলে হবে না প্রতি মাসে পেমেন্ট করতে হবে। এই নিয়ে আজ একাধিক দাবিতে ডেপুটেশন দেন চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct