আপনজন ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে একটি মার্কিন অত্যাধুনিক সামরিক ড্রোন বিধ্বস্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন এক সামরিক কর্মকর্তা। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ইরাকের বালাদ বিমান ঘাঁটির কাছে ড্রোনটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন তিনি।এর আগে ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠী দাবি করেছিল, তারা যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করেছে। যদিও মার্কিন ওই সামরিক কর্মকর্তা জানাননি, তাদের কী ধরনের ড্রোন ধ্বংস হয়েছে।তবে ইসলামিক রেসিসটেন্ট নামের ওই সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করতে সমর্থ হয়েছে। এটি এমন একটি ড্রোন— যেটি দিয়ে নজরদারি ও হামলা দুটোই চালানো যায়। যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোনটির মূল্য হলো ৩০ মিলিয়ন (৩ কোটি) মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রার হিসেবে যা ৩২ কোটি টাকার সমান। মার্কিন ওই সামরিক কর্মকর্তা আরো জানিয়েছেন, ইরাকের নিরাপত্তা বাহিনী ড্রোনটি উদ্ধার করতে সমর্থ হয়েছে এবং এ ঘটনায় কেউ হতাহত হননি। গাজায় বর্বর হামলা চালানো দখলদার ইসরায়েলকে অস্ত্রসহ সব ধরনের সহায়তা দেওয়ায় ইরাকে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর হামলা চালাচ্ছে দেশটির সশস্ত্র গোষ্ঠীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct