আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: লাভপুরে গ্রাহক সেবা কেন্দ্রের কাছ থেকে টাকা প্রতারণার অভিযোগ। ফিক্স ডিপোজিট করার নাম করে টাকা নিয়ে নেয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লাভপুর শাখার অন্তর্গত একটি গ্রাহক সেবা কেন্দ্র। টাকা নিয়ে নেওয়ার পরে জাল রশিদ দেওয়া হয় প্রতারিত ব্যক্তিদের। একই ফ্যামিলির তিনজনের কাছ থেকে ৪লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে নেয় ওই গ্রাহক সেবা কেন্দ্রের প্রতিনিধি। পুরো লাভপুর জুড়ে প্রায় ১০ লক্ষেরও বেশি টাকা আত্মসাৎ এর অভিযোগ ওই গ্রাহক সেবা কেন্দ্রের প্রতিনিধির বিরুদ্ধে। প্রতারিত ব্যক্তিরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে, লাভপুর ব্লক এবং ব্যাংক কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পরে ওই গ্রাহক সেবা কেন্দ্রের প্রতিনিধির লাইসেন্স বাতিল করা হয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক সেবা কেন্দ্রের প্রতিনিধি নিয়োগ করে মল্লারপুর নয়শুভা নামে একটি সংস্থা। ওই সংস্থা ও ওই প্রতিনিধির বিরুদ্ধে লাভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত ওই গ্রাহক সেবা কেন্দ্রের প্রতিনিধি পলাতক। অভিযোগ দায়ের হওয়ার পরেই পুলিশ তদন্ত শুরু করেছে। টাকাগুলো যাতে ফেরত পাওয়া যায় সেই নিয়ে নজর রাখছে প্রশাসন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct