এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ‘আইএসএফ’-এর ৪র্থ তম প্রতিষ্ঠা দিবস একুশে জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদযাপন করবে নওশাদরা ৷ যদিও সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে আইনশৃঙ্খলা, জনসংখ্যা, আইএসএফ নেতাকর্মী সমর্থকদের নিয়ে আসা গাড়ির সংখ্যা প্রভৃতি বিষয়ের উপর একাধিক শর্তাবলি আরোপ করা হয়েছে ৷ প্রতি বছর ২১ জুলাই কলকাতার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ স্মরণের সভা করে তৃণমূল, সেই মতোই নওশাদরাও দলের প্রতিষ্ঠা দিবসে ওই স্থানেই সভা করার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিল। কিন্তু অনুমতি না মেলায় আদালতের দারস্থ হয় আইএসএফ৷ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে জয়ের মুখও দেখেছিল নওশাদ সিদ্দিকির দল। বেশ কিছু শর্তের বিনিময়ে মিলেছিল ২১ জানুয়ারি কলকাতার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার। সেই মামলায় জয় হল রাজ্যেরই। সিঙ্গেল বেঞ্চের রায়, ডিভিশন বেঞ্চ খারিজ করে দেওয়ায় কার্যত ধাক্কা খেলেন নওশাদ সিদ্দিকীরা। তবে স্থান পরিবর্তন করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নওশাদ সিদ্দিকী ৷ দুপুর আড়াইটা থেকে সাড়ে চারটে পর্যন্ত এই সভা করতে পারবে আইএসএফ ৷ শনিবার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে নিজস্ব ফেসবুক প্রোফাইল থেকে লাইভে এসে কলকাতায় দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে না আসার অনুরোধ জানান ৷ পাশাপাশি রাজ্যের ক্ষমতাসীন শাসক দলের নিশানা করে কড়া সমালোচনা করেন ৷ চক্রান্ত করে ‘আইএসএফ’কে দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন নওশাদ। তিনি বলেন, রাজনীতি তো দীর্ঘদিনের লড়াই। আমরাও ওখানে যাতে আগামী দিনে সভা করতে পারি তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। শাসক ঠিক করেছে আমাদের সভা করতে দেবে না । তাই ম্যারাথন, ভিনটেজ কার ব়্যালির কথা বলেছে । তবে আমরা আদালতের সিদ্ধান্ত মেনেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করব ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct