আপনজন ডেস্ক: নির্বাচন কমিশন সূত্রে খবর, লোকসভা ও বিধানসভা ভোট একই সঙ্গে হলে প্রতি ১৫ বছরে নতুন ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কিনতে ১০ হাজার কোটি টাকা লাগবে নির্বাচন কমিশনের। সরকারকে পাঠানো চিঠিতে কমিশন উল্লেখ করেছে যে ইভিএমের শেল্ফ লাইফ ১৫ বছর এবং একযোগে নির্বাচন অনুষ্ঠিত হলে তাদের জীবদ্দশায় একটি মেশিন ব্যবহার করা যেতে পারে। হিসেব বলছে, এবারের লোকসভা নির্বাচনের জন্য সারা দেশে মোট ১১.৮০ লক্ষ পোলিং স্টেশন তৈরি করতে হবে। ভোটের সময় ভোট পিছু দু’সেট ইভিএম লাগবে, একটি লোকসভা কেন্দ্রের জন্য, অন্যটি বিধানসভা কেন্দ্রের জন্য। অতীতের অভিজ্ঞতার আলোকে ইসি সরকারকে পাঠানো চিঠিতে বলেছে, নির্বাচনের দিনসহ বিভিন্ন পর্যায়ে ত্রুটিপূর্ণ ইউনিট প্রতিস্থাপনের জন্য কন্ট্রোল ইউনিট (সিইউ), ব্যালট ইউনিট (বিইউ) এবং ভোটার-ভেরিফায়েবল পেপার অডিট ট্রেইল (ভিভিপিএটি) মেশিনের নির্দিষ্ট শতাংশ রিজার্ভ হিসাবে প্রয়োজন। একটি ইভিএমের জন্য অন্তত একটি বিইউ, একটি সিইউ এবং একটি ভিভিপ্যাট মেশিন রয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে আইন মন্ত্রককে লেখা চিঠিতে কমিশন জানিয়েছে, বিভিন্ন দিক মাথায় রেখে একসঙ্গে ভোটের জন্য ন্যূনতম ইভিএম ও ভিভিপ্যাট দরকার ৪৬,৭৫,১০০ বিইউ, ৩৩,৬৩,৩০০ সিইউ এবং ৩৬,৬২,৬০০ ভিভিপ্যাট।
২০২৩ সালের গোড়ার দিকে, ইভিএমের সম্ভাব্য খরচ ছিল প্রতি বিইউ ৭,৯০০ টাকা, সিইউ প্রতি ৯,৮০০ টাকা এবং ভিভিপ্যাটের প্রতি ইউনিট ১৬,০০০ টাকা। আইন মন্ত্রণালয়ের পাঠানো একসঙ্গে নির্বাচনের প্রশ্নমালা জানতে চাইলে ইসি এ তথ্য জানায়।নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, প্রথম একযোগে নির্বাচন কেবল ২০২৯ সালেই অনুষ্ঠিত হতে পারে। লোকসভা ও রাজ্য বিধানসভা ভোট একসঙ্গে করতে সংবিধানের পাঁচটি অনুচ্ছেদ সংশোধনের প্রয়োজন হবে। যে বিধানগুলির সংশোধন প্রয়োজন সেগুলি হল সংবিধানের সময়কাল সম্পর্কিত ৮৩ অনুচ্ছেদ, রাষ্ট্রপতি কর্তৃক লোকসভা ভেঙে দেওয়া সম্পর্কিত অনুচ্ছেদ ৮৫, রাজ্য বিধানসভাগুলির সময়কাল সম্পর্কিত ১৭২ অনুচ্ছেদ, রাজ্য বিধানসভাগুলির ভেঙে দেওয়া সম্পর্কিত ১৭৪ অনুচ্ছেদ এবং রাজ্যগুলিতে রাষ্ট্রপতি শাসন জারি সম্পর্কিত ৩৫৬ অনুচ্ছেদ।প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি প্যানেল দেশে একসঙ্গে ভোট করানোর বিষয়টি খতিয়ে দেখবে। এক দেশ, এক নির্বাচন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটিকে লোকসভা, বিধানসভা, পৌরসভা ও পঞ্চায়েতগুলির কথা মাথায় রেখে একসঙ্গে নির্বাচন অনুষ্ঠানের জন্য পরীক্ষা ও সুপারিশ করার দায়িত্ব দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct