আসন্ন মাধ্যমিক। মাত্র আর দিন দশেক পরে শুরু হবে ছাত্রজীবনে সর্বপ্রথম স্কুল গণ্ডির বাইরে গিয়ে বোর্ডের পরীক্ষা। এবছর পরীক্ষা বিভিন্ন কারণে প্রায় সপ্তাহ তিনেক এগিয়ে এসেছে। আবার একদম সাম্প্রতিককালে মাধ্যমিক বোর্ড জানিয়েছে পরীক্ষা শুরুর সময় দু ঘন্টা এগিয়ে এসেছে। ছাত্ররাও সঙ্গে সঙ্গে মানসিকভাবে এবং বিভিন্নভাবে নিজেদেরকে প্রস্তুত করে তুলছে আসন্ন মাধ্যমিক পরীক্ষায় নিজেদের ফলাফলকে সর্বোৎকৃষ্ট করে তোলার লক্ষ্যে।
রাজ্যের বিভিন্ন প্রান্তে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে কিশোরমোতি ছাত্র-ছাত্রীদের পাশে থাকতে বিভিন্ন শিক্ষক সংগঠন এবং ব্যক্তিগতভাবে শিক্ষকরাও অনেকে এগিয়ে আসেন। বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাঁরা। পরীক্ষা প্রস্তুতিতে শুধু বিষয়ভিত্তিক প্রশ্ন-উত্তরই নয়, তার বাইরে বিভিন্নভাবে পরামর্শ প্রদান করেন, আয়োজন করা হয় ছাত্র ছাত্রীদের নিয়ে শিক্ষা শিবির, বিভিন্ন বিষয়ের কর্মশালা ইত্যাদি।বছরভর এই ধরনের নানা রকম ভাবে ছাত্র-ছাত্রীদের পাশে থেকেছে বাংলার বিশিষ্ট শিক্ষা-সংস্কৃতিপ্রেমী গুণীজনদের নিয়ে তৈরি প্রতিষ্ঠান অনুসন্ধান কলকাতা।
লেখাপড়ায় ছাত্র-ছাত্রীদের আরও উৎসাহিত করতে নেওয়া হয়েছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, পড়াশুনা যেন আনন্দদায়ক হয়ে ওঠে সে ব্যাপারে বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ের হাতে-কলমে কর্মশালার আয়োজন করা হয়েছে, আবার মাধ্যমিক প্রস্তুতিতে প্রতি মাসে সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা নেওয়া, উত্তরপত্র মূল্যায়ন করা এবং ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে শীর্ষস্থানীয়দেরকে পুরস্কৃত করার নানা রকম কর্মসূচি নিয়ে অনুসন্ধান কলকাতা ছাত্র-ছাত্রীদের পাশে থেকেছে। আর এদের জন্য উজাড় করে দিয়েছেন বিভিন্ন বিষয়ের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা। মাধ্যমিক পরীক্ষা যখন একদম দোরগোড়ায়, তখন আরো একবার প্রিয় ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদের সঙ্গে নিয়ে রবিবার ২১ জানুয়ারি সন্ধ্যা ৬:০০ টায় অনলাইনে বিশেষ এক ওয়েবিনারের আয়োজন করেছে অনুসন্ধান কলকাতা। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ’প্রস্তুত আছে তো!' মূলত ছাত্র-ছাত্রীদেরকে উৎসাহ দিতে ও শেষ মুহূর্তের কিছু পরামর্শ ও স্বাস্থ্য সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট মনোবিদ অধ্যাপক ডা.গৌতম বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক মতিয়ার রহমান খান, বিশিষ্ট প্রকৌশলী প্রশান্ত ভট্টাচার্য, অনুসন্ধান কলকাতার সভাপতি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ড. দেবব্রত মুখোপাধ্যায় সহ বিশিষ্ট শিক্ষক উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কাজী নিজাম উদ্দিন, ডঃ কমল কৃষ্ণ দাস,পান্থ মল্লিক, নায়ীমুল হক, শুভজিৎ মাইতি প্রমুখ। অনুসন্ধান কলকাতার সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সরখেল এই অনুষ্ঠানের সঞ্চালনা করবেন। তিনি জানিয়েছেন গত সপ্তাহে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রী, যারা তাদের বিদ্যালয়ে টেস্ট পরীক্ষায় ৭৫ শতাংশ কিংবা তার বেশি নম্বর পেয়েছিল, তাদের জন্য সাতটি বিষয়ের মক টেস্টের আয়োজন করা হয়েছিল। এই পরীক্ষায় খুবই উপকৃত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন প্রান্তিক অঞ্চলের পড়ুয়ারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct