আপনজন ডেস্ক: মধ্য ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল টোজো উনা-উনা রিজেন্সির ৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-তত্ববিষয়ক সংস্থা বিএমকেজি জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের তীব্রতা ৩ থেকে ৪ এমএমআই (মডিফাইড মার্কালি ইনটেনসিটি) মাত্রায় ছিল। এটি টোজো উনা-উনা এবং পোসোতে সবচেয়ে তীব্র অনুভূত হয়। কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি কারণ কম্পনের ফলে বিশাল ঢেউ সৃষ্টি হয়নি। ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার নামক একটি ঝুঁকিপূর্ণ ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থানের কারণে ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct