মনিরুজ্জামান, দেগঙ্গা, আপনজন: দেগঙ্গার দুইবারের বিধায়ক তৃণমূল কংগ্রেসের রহিমা মন্ডল তাঁর বিধানসভা এলাকাকে উন্নয়নের অন্য মাত্রায় নিয়ে যেতে চান।আর সেইজন্য তিনি নিরন্তর কাজ করে চলেছেন তাঁর বিধানসভা নির্বাচন ক্ষেত্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায়। তাঁর বিধানসভা এলাকার মধ্যে কোটরা, কদম্বগাছি,সোহাই শ্বেতপুর,নুরনগর,আমুলিয়া, চাকলা,কলসুর,চৌরাশি, বেড়াচাঁপা ১,বেড়াচাঁপা ২ এবং হাদিপুর ঝিকরা ১ এই ১১ টি গ্রাম পঞ্চায়েত অবস্থিত। তিনি এই ১১ টি গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন স্থানে আলোকিতকরণের জন্য তাঁর বিধায়ক তহবিলের অর্থানুকূল্যে মিনি মাস্ট বাতি স্তম্ভ স্হাপন করেছেন।এই বাতি স্তম্ভ স্হাপন করার ফলে এলাকার মানুষসহ পথচারী মানুষের যথেষ্ট উপকার হবে। বিধায়ক রহিমা মন্ডল বলেন, আমার বিধানসভা এলাকার মানুষের সুবিধার জন্য এই বাতি স্তম্ভগুলি লাগানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct