নিজস্ব প্রতিবেদক, ধুলিয়ান, আপনজন: শুক্রবার সরকারের সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতর অধীনে পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির উদ্যোগে মুর্শিদাবাদের ধুলিয়ানের নুর মহম্মদ স্মৃতি মহাবিদ্যালায় প্রাঙ্গনে সিভিল সার্ভিস কোচিং তথা আইএএস পরীক্ষার জন্য একটি সচেতনতা কর্মসূচী অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচীর উদ্দেশ্য ছিল ছাত্র-ছাত্রীদের মধ্যে সিভিল সার্ভিস পরীক্ষা সম্পর্কে বার্তা দেওয়া এবং সচেতন করা তথা ইউপিএসসি পরীক্ষা সম্পর্কে সচেতন করা।সেই পরীক্ষায় কি ভাবে উত্তীর্ণ হওয়া যায়, কি ভাবে প্রস্তুতি নিতে হবে, ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করার পাশাপাশি সংখ্যালঘু, তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর ছাত্র-ছাত্রীদেরকে এ বিষয়ে এগিয়ে আসার জন্য বিশেষ গুরুত্ব দেওয়অ হয। এদিনের আয়োজনের বিশেষ ভুমিকা নেন অথ্যক্ষ রাজেশ দাস সহ সহকারী অধ্যাপক আসিফ হোসেন, এবং অ-শিক্ষক কর্মচারী আব্দুল আলিমও।
এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের এসডিও ইকাম জে সিংহ, এএসপি রাসপ্রীত সিংহ, নুর মহম্মদ স্মৃতি মহাবিদ্যালায়ের প্রিন্সিপাল ড. রাজেশ দাস, সামসেরগঞ্জ ব্লকের বিডিও সুজিত লোধ এবং জেলা শিক্ষা বিভাগীয় সুপারভাইজর তাহামিনা গাজী। এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন নুর মহম্মাদ স্মৃতি মহাবিদ্যালয়, ডি. এন. সি. কলেজ, জঙ্গিপুর কলেজ ও সৈয়দ নুরুল হাসান কলেজের ছাত্রছাত্রীরা। আরও উপস্থিত ছিল নুর মহম্মদ স্মৃতি মহাবিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা, সমস্ত অ-শিক্ষক কর্মচারী এবং বহিরাগত ছাত্রছাত্রী এবং অন্য উচ্চাকাঙ্ক্ষী। ইকাম যে সিংহ এবং রাসপ্রীত সিংহ ইউপিএসসি পরীক্ষার কতগুলি ধাপ আছে, কোন পর্যায়ে কি ভাবে পড়তে হবে ও প্রস্তুত নিতে হবে, কি ভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, কি ভাবে ইন্টার্ভিউ এর জন্য প্রস্তুত নিতে হবে তা বর্ণনা করেন।উল্লেখ্য, রাজ্য হজ কমিটি আগামী সিভিল সার্ভিস পরীক্ষার বিনামূল্যে প্রস্তুতির জন্য পরীক্ষার আবেদন নিতে শুরু করেছে। শেষ তারিখ ৪ ফেব্রুয়ারি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct