আপনজন ডেস্ক: উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালিসিস বিভাগে আগুন। শুক্রবার বিকেলে এসির শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলে অনুমান করা হচ্ছে। ওই সময় ডায়ালিসিস বিভাগে জনাকয়েক রোগীর চিকিৎসা চলছিল। আগুনের ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে ছুটে আসে দুমকলের ২টি ইঞ্জিন।প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই। পুলিশ ও দমকল সূত্রে জানা গেছে, ডায়ালিসিস বিভাগে তখন ৪ জন রোগী ছিলেন। সেইসময় আচমকাই ওই বিভাগে আগুন লেগে যায়। বিকট শব্দে আগুন পুরো বিভাগে ছড়িয়ে পড়তে শুরু করে। সেখানে থাকা বিভিন্ন মেশিনপত্র আগুনে পুড়ে যায়। আগুন দেখে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীদের মধ্যে। ধোঁয়ায় ভরে যায় ডায়ালিসিস বিভাগ। বড় বিপত্তি ঘটেনি। ডায়ালিসিস বিভাগের এসি মেশিনের শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct