নুরুল ইসলাম খান, কলকাতা, আপনজন: পশ্চিম বঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং ঘোষিত মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা!রাজ্যে একই দিনে সরকারের গুরুত্বপূর্ণ দুটি বিভাগে চাকরি পরীক্ষা নিয়ে বিপাকে পড়েছেন পরীক্ষার্থীরা। বহুদিন বাদ সরকারের এই সিদ্ধান্তের ফলে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হবেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি সাজিদুর রহমান। তিনি এটাকে রাজ্য সরকারের একটি চক্রান্ত ও দ্বিচারিতা বলে অভিযোগ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, সমস্ত সংখ্যালঘু পরীক্ষার্থীরা এমএসসি ও কলকাতা পুলিশের পরীক্ষা জন্য আবেদন করেছিল তারা কি করবে, কোন পরীক্ষায় বসবে? ১২ বছর পর এম এস সি পরীক্ষা হচ্ছে সেখানে এই ছাত্ররা অংশগ্রহণ করলে অন্য পরীক্ষা থেকে বঞ্চিত হবেন। একাধিক ছাত্ররাও বলেছেন রাজ্য সরকার চাইছেন না পুলিশ বিভাগে মুসলিম ছাত্ররা আসুক। এই সম্প্রদায়ের অজস্র মেধাবি পড়ুয়ারা নিয়োগ পরীক্ষায় পিছিয়ে থাকুক। সপ্তম এস এলএস টি পরীক্ষায় অবিলম্বে টেট ( I-VIII) থেকে নেগেটিভ মার্কের বিষয়ে উল্লিখিত ইনফর্মেশন গাইড লাইনের মধ্যে যে নেগেটিভ মার্কসের কথা বলা হয়েছে সেখানে প্রবল ধোঁয়াশা রয়েছে বলে অনেকেই অভিযোগ করেছেন। অস্নাতক ও আপার প্রাইমারির ক্ষেত্রে টেট থেকে নেগেটিভ মার্কস প্রত্যাহার করে শুধুমাত্র পাস মার্ক ৬০শতাংশ লাঘু করার দাবি উঠেছে।যেটা এন সি টি ই গাইড লাইনে আছে। আসলে এটি ধোঁকাবাজি চলছে ও সেই সম্প্রদায়ের ছাত্রদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে বলে অনেকে অভিযোগ করেছেন।এই সমস্ত বিষয় কে কেন্দ্র করে কমিশন থেকে শুরু করে কোর্ট পর্যন্ত জল গড়িয়েছিল, পরীক্ষার্থীরাও দিশেহারা হয়ে পড়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct