আপনজন ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুক্রবার বলেছেন, বিজেপি এবং আরএসএস দিল্লি থেকে পুরো দেশ শাসনের ধারণাকে পুরোপুরি সমর্থন করে।আসামের লখিমপুর জেলার গোগামুখের ভারত জোড়ো ন্যায় যাত্রার দ্বিতীয় দিনে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, তাঁর দল এ ধরনের ব্যবস্থার পক্ষে নয়।বিজেপি এবং আরএসএস বিশ্বাস করে যে হিন্দুস্তান দিল্লি থেকে পরিচালিত হওয়া উচিত, একটি ভাষা এবং এক নেতা দিয়ে। আমরা একমত নই। দিল্লি থেকে অসম শাসিত হবে না। অসম থেকে প্রশাসন পরিচালিত হবে।
গান্ধী জোর দিয়েছিলেন যে কংগ্রেস সমস্ত রাজ্যকে সমানভাবে মূল্য দেয়, এ কারণেই তিনি পূর্বে মণিপুর থেকে পশ্চিমে মুম্বাই পর্যন্ত এই পদযাত্রার সূচনা করেছিলেন।তিনি বলেন, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এবং সেখানকার জনগণের নিরাপত্তা আমাদের কাছে অন্য যে কোনো রাজ্যের মতোই গুরুত্বপূর্ণ।গত বছরের মে মাস থেকে মণিপুরে জাতিগত সংঘাত অব্যাহত থাকলেও মণিপুর সফর না করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন তিনি।তিনি বলেন, ভারতের ইতিহাসে এই প্রথম কোনও রাজ্যে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী একবারের জন্যও রাজ্যে আসেননি। উনি সেখানে যেতে পারবেন না, কারণ এর ফলে বিজেপির রাজনৈতিক বাস্তবতা সামনে চলে আসবে।টানা দ্বিতীয় দিনের জন্য, রাহুল হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনা করেছেন এবং তাকে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ মুখ্যমন্ত্রী হিসাবে অভিহিত করেছেন। রাহুল গান্ধি আরও বলেন, বিজেপি অসমের জন্য কাজ করে না এবং (প্রধানমন্ত্রী) নরেন্দ্র মোদী যা আদেশ করেন তা করে। তিনি বলেন, অসমের মুখ্যমন্ত্রী শুধু ঘৃণার ছদ্মবেশে জনগণের টাকা লুঠ করেন। কিন্তু টাকার শক্তি কখনই অসমের মানুষের শক্তিকে হারাতে পারবে না।রাহুল গান্ধী আসামের মাজুলি ও লখিমপুর জেলা অতিক্রম করে তাঁর দ্বিতীয় দিনের যাত্রা শুরু করেছিলেন। গোগামুখে রাত্রিযাপনের পর শনিবার অরুণাচল প্রদেশের উদ্দেশে রওনা দেবেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct