আপনজন ডেস্ক: ৮ দিনের ব্যবধানে দুই ম্যাচ, দুটিতেই সমান উত্তেজনা-উত্তাপ। আর দুটিতেই হলো ফল একই। দুইবার পিছিয়ে পড়ে দুবারই সমতা টেনে ম্যাচে ফিরলেও শেষ পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হারতেই হয় রিয়াল মাদ্রিদকে। এতে করে কোপা দেল রেতে কার্লো আনচেলত্তির দলের অপরাজেয় যাত্রা থেমে যায়।গতকাল ঘরের মাঠে স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির শেষ ষোলোয় রিয়ালকে ৪-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে অ্যাটলেটিকো। ডিয়েগো সিমেওনের দলের হয়ে গোল করেন সামুয়েল দিয়াস লিনো, আলভারো মোরাতা, আতোয়ান গ্রিজম্যান ও রদ্রিগো রিকেলমে। চলতি মৌসুমে এটা রিয়ালের দ্বিতীয় হার, দুটোই অ্যাটলেটিকোর বিপক্ষে। আর চলতি মৌসুমে ঘরের মাঠে নিজেদের অপরাজেয় যাত্রা অব্যাহত রাখল অ্যাটলেটিকো। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচের তাদের জয় ১৩টি অন্যটি ড্র।
এদিন ম্যাচের ৩৯তম মিনিটে প্রথম গোল পায় অ্যাটলেটিকো। রদ্রিগো ডি পলের ক্রসে গ্রিজমানের মাথা ছুঁয়ে আসা বল হেডে ক্লিয়ার করার চেষ্টায় উল্টো নিজেদের দিকে ঠেলে দেন রেয়ালের ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। সেখান থেকে বল পেয়ে হাফ ভলিতে লক্ষ্যভেদ করেন লিনো।প্রথমার্ধের শেষদিকে গোলরক্ষকের আত্মঘাতি গোলে সমতায় ফেরে রিয়াল। মদ্রিচের ফ্রি-কিক এগিয়ে এসে কয়েক জনের মাথার ওপরে হাত বাড়িয়ে পাঞ্চ করতে যান ওবলাক, বল তার হাতের ওপরের দিকে লেগে নিজেদের জালেই জড়ায়।ম্যাচের ৫৮তম মিনিটে লিড পুনরুদ্ধার করেন অ্যাটলেটিকো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct