আপনজন ডেস্ক: দুর্নীতির বিরল অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন সিঙ্গাপুরের পরিবহনমন্ত্রী এস. ইশ্বরান। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) তিনি পদত্যাগের ঘোষণা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।প্রতিবেদনে জানানো হয়, এস. ইশ্বরানের বিরুদ্ধে একটি দুর্নীতিবিরোধী তদন্তে ২৭টি অপরাধের অভিযোগ আনা হয়েছে। দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা এ তথ্য জানিয়েছে। কয়েক দশকের মধ্যে দেশটিতে কোনো মন্ত্রীকে জড়িত হাইপ্রফাইল মামলাগুলোর মধ্যে এটি একটি।এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত একটি পদত্যাগপত্রে ইশ্বরান বলেছেন, তিনি এসব অভিযোগ প্রত্যাখ্যান করছেন এবং এখন তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা প্রমাণ করার দিকে মনোনিবেশ করবেন।করাপ্ট প্র্যাকটিস ইনভেস্টিগেশন ব্যুরো (সিপিআইবি) বলেছে, ইশ্বরানকে গত বছরের জুলাই মাসে গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সম্পত্তি টাইকুন ওং বেং সেংয়ের কাছ থেকে তিন লাখ ৮৪ হাজার ৩৪০.৯৮ সিঙ্গাপুর ডলার (দুই লাখ ৮৬ হাজার ১৮১ মার্কিন ডলার) মূল্যের সুবিধা পেয়েছেন। ওংয়ের ব্যাবসায়িক স্বার্থকে এগিয়ে নিতে তাদের মধ্যে এ লেনদেন হয়েছে। সিপিআইবি এক বিবৃতিতে বলেছে, ইশ্বরানের বিরুদ্ধে দুর্নীতি, ন্যায়বিচারের পথে বাধাসহ মোট ২৭টি অভিযোগ রয়েছে।দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হলে তার এক লাখ সিঙ্গাপুর ডলার পর্যন্ত জরিমানা বা সাত বছরের জেলের সাজা হতে পারে।ওংয়ের অফিস থেকে মন্তব্য চাওয়া ই-মেইলের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দুর্নীতির তদন্তের অংশ হিসেবে জুলাই মাসে এ সম্পত্তি টাইকুনকেও গ্রেফতার করা হয়েছিল। তবে তাকে অভিযুক্ত করা হয়নি।এদিকে মামলাটি সিঙ্গাপুরকে নাড়া দিয়েছে। এশিয়ার প্রধান এ আর্থিক কেন্দ্র একটি ছিমছাম পরিচ্ছন্ন সরকার নিয়ে গর্ব করে। দেশটিতে রাজনৈতিক নেতাদের জড়িত দুর্নীতি এবং কেলেঙ্কারির কথা খুব কমই শোনা যায়। দুর্নীতিকে নিরুৎসাহিত করার জন্য দেশটির সরকারি কর্মচারীদের উচ্চ বেতন দেওয়া হয়। অনেক ক্যাবিনেট মন্ত্রীদের বার্ষিক বেতন এক মিলিয়ন সিঙ্গাপুর ডলারের বেশি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct