এম মেহেদী সানি, আমডাঙ্গা, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙ্গা কে. এস. এইচ. রাহানা সিনিয়র মাদ্রাসায় (ফাজিল) অনুষ্ঠিত হলো ৭১ তম বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইসালে সওয়াব মাহফিল ৷ বৃহস্পতিবার সকাল থেকেই মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ ৷ এদিন ক্বেরাত, গজল, হামদ, প্রশ্ন উত্তর, তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়, পাশাপাশি সাম্প্রতিক সময়ের মাদ্রাসা বোর্ডের রাজ্য মেধা তালিকায় স্থান পাওয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয় ৷ এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি, জেলার বন ও ভূমি কর্মাধ্যক্ষ পীরজাদা একেএম ফারহাদ ৷ তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়ে সম্প্রীতির উদাহরণ তুলে ধরেন ৷ আমডাঙ্গা কে.এস.এইচ. রাহানা সিনিয়র মাদ্রাসার (ফাজিল) সুপারিনটেন্ডন্ট মোঃ সিরাজুল হক মল্লিক, সহকারী সুপারিনটেন্ডন্ট নুরুল হকরা জানান, পরম করুণাময় মহান আল্লাহ পাকের পবিত্র কোরানের বাণী এবং প্রিয় নবী হজরত মহম্মাদ (সাঃ) জীবনের আদর্শ, কর্মপন্থা, নির্দেশ মানব জীবনের অন্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয় ৷ পাশাপাশি শিক্ষার্থীদের উত্তরণের পথ দেখাতে বিভিন্ন শিক্ষামূলক এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷’'
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct