সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্দেশে বীরভূম জেলার নব নির্বাচিত দলীয় ব্লক সভাপতিদের নামের তালিকা প্রকাশ করা হয় বুধবার। বীরভূমের ১৯ টি ব্লক এলাকার জন্যই নামের তালিকা প্রকাশিত হয়েছে। যদিও সাংগঠনিক স্বার্থে ব্লক এলাকার মধ্যে পঞ্চায়েত ভাগ করে কোথাও দুটি করে ব্লক সভাপতির নাম স্থান পেয়েছে। জেলার অন্যান্য ব্লকের পাশাপাশি খয়রাশোলে ব্লক সভাপতি নির্বাচিত করার পরিবর্তে সেখানে ৫ সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। উল্লেখ্য খয়রাশোলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে দীর্ঘদিন ধরে ব্লক সভাপতি শূন্য থাকার পর কাঞ্চন অধিকারী ব্লক সভাপতি নির্বাচিত হন। কিন্তু তারপর দলের মধ্যে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে ব্লক সভাপতি নির্বাচিত করা থেকে বিরত থাকেন দলীয় নেতৃত্ব। সর্বশেষ ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তাতে আছেন কাঞ্চন অধিকারী, কাঞ্চন দে, শ্যামল গায়েন, কেদার ঘোষ ও উজ্জ্বল কাদেরিকে।
খয়রাশোল এর পাশাপাশি দুবরাজপুরে ও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বারবার। দুবরাজপুরে ও যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। দুবরাজপুরে ব্লক সভাপতি নির্বাচিত করার পরিবর্তে যুগ্ম আহ্বায়ক হিসাবে নির্বাচিত করা হয়েছে দুবরাজপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান এবং জেলা পরিষদ সদস্য অরুণ কুমার চক্রবর্তীকে।উল্লেখ্য ইতিপূর্বে ব্লক সভাপতি ভোলা মিত্র কে সরিয়ে রফিউল হোসেন খান ও স্বপন মণ্ডলকে আহ্বায়ক করে কমিটি করে দেওয়া হয়েছিল। জেলায় ব্লক সভাপতিদের নির্বাচিত করে দল গোছানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা কতটা কার্যকরী হয় আগামী দিনেই তা বোঝা যাবে।অন্যদিকে সিউড়ি ১ নম্বর ব্লকের রত্নাকর মন্ডলের জায়গায় নতুন ব্লক সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লালা প্রশান্ত প্রসাদ।সিউড়ি ২ নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলাম এবং রাজনগর ব্লক সভাপতি হিসেবে সুকুমার সাধু পুনর্নির্বাচিত হয়েছেন। বোলপুর-শান্তিনিকেতন ব্লক সভাপতি মিহির রায়, ইলামবাজার ব্লক সভাপতি ফজলুর রহমান।নানুর ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য, লাভপুর ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী।সাঁইথিয়া-১ নম্বর ব্লক সভাপতি সোমনাথ সাধু ও সাঁইথিয়া-২ নম্বর ব্লক সভাপতি সাবের আলী। ময়ূরেশ্বর-১ নম্বর ব্লকে সূর্য কুমার মন্ডল এবং ময়ূরেশ্বর-২ নম্বর ব্লকে প্রমোদ রায় নব নির্বাচিত সভাপতি হয়েছেন।মহম্মদ বাজার-১ ব্লকে কালীপ্রসাদ ব্যানার্জি এবং মহম্মদ বাজার-২ ব্লকে তাপস সিনহা সভাপতি নির্বাচিত হন। রামপুরহাট-১ নম্বর ব্লকে সৈয়দ সিরাজ জিম্মির জায়গায় নতুন ব্লক সভাপতি নির্বাচিত হন নিহার মুখার্জি এবং রামপুরহাট-২ ব্লক সভাপতি হয়েছেন সুকুমার মুখার্জী।নলহাটি-১ ব্লকে অশোক কুমার ঘোষ ও নলহাটি-২ ব্লকের সভাপতি হিসেবে রেজাউল হক নির্বাচিত হন। মুরারই-১ ব্লকে বিনয় কুমার ঘোষ ও মুরারই-২ ব্লকে আফতাবুদ্দিন মল্লিক সভাপতি হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct