অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে শুরু হলো শ্রমিক মেলা। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের শুভ সূচনা লগ্নে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ মফিজ উদ্দিন মিয়া, লেবার কমিশনার সহ একাধিক আধিকারিক ও বিশিষ্টজন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই শ্রমিক মেলা চলবে শুক্রবার পর্যন্ত। মেলায় মোট ২৫ টি স্টল রয়েছে। মূলত অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত শ্রমিক রয়েছে তাদের নাম নথিভুক্ত করন সহ শ্রমিকদের জন্য যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে এবং শ্রমিকদের জন্য রাজ্য সরকারের তরফে আর্থিক সহায়তা প্রদান, নানা প্রকল্পের সুযোগ-সুবিধার বিষয়গুলি স্টলের মাধ্যমে মেলায় তুলে ধরা হয়েছে। জানাগিয়েছে, ভবিষ্য নিধি প্রকল্পের মাধ্যমে শ্রমিকরা পূর্ণ মেয়াদ অর্থাৎ ১৮ থেকে ৬০ বছর শেষে আড়াই লক্ষ টাকারও বেশি পাবেন। পেনশন হিসেবে নির্মাণ কর্মী ও পরিবহন কর্মীরা মাসিক ন্যূনতম দেড় হাজার ও এক হাজার টাকা অর্থ সাহায্য পাবেন। শ্রমিকদের জন্য সরকারের তরফে দেওয়া এই সমস্ত সুযোগ-সুবিধা গুলির বিষয়ে তাদের অবগত করতেই এই মেলার আয়োজন করা হয়। এদিন জেলার বিভিন্ন ব্লকের শ্রমিক ও তাদের পরিবারদের এককালীন অর্থ সাহায্যের প্রতিকী চেক তুলে দেন বিশিষ্টজনেরা। সরকারি প্রকল্প সম্পর্কে অবগত করার পাশাপাশি শ্রমিক মেলা উপলক্ষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবিষয়ে ডেপুটি লেবার কমিশনার গোপাল বিশ্বাস জানান, ‘অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন সরকারি প্রকল্প পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই মেলার আয়োজন। এদিন জেলার বিভিন্ন জায়গা থেকে ৬০০ জনের উপরে শ্রমিক উপস্থিত ছিলেন। বর্তমানে জেলায় ২ লক্ষ ৭৪ হাজার অসংগঠিত শ্রমিক নথিভুক্ত রয়েছে। এই সংখ্যা আরও বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct