আপনজন ডেস্ক: ২০১৪ সালের পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নিয়োগ আটকাতে রযেছে সুপ্রিম কোর্টে মামলার কারণে। অন্য দিকে এক যুগ পর ভোটের মুখে নতুন পরীক্ষার দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ মাদ্রাসা সিার্ভিস কমিশন। ১৭২৯ পদের জন্য মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা নেওয়ার দিনক্ষন ঘোষণা করল। আবেদন প্রক্রিয়া আগেই হয়েছে মোট আবেদন জমা পড়ে ২ লাখ ৩৪ হাজার এবার মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার দিন ঘোষণা করলো এই নতুন বছরের জানুয়ারি মাসের ২৮ তারিখ প্রথম অর্ধে সকাল ১০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত প্রথম শ্রেনী থেজে চতুর্থ শ্রেনীর জন্য টেট পরীক্ষা। দ্বিতীয় অর্ধে ২:৩০ থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত হবে পঞ্চম শ্রেনী থেকে অষ্টম শ্রেণির জন্য টেট পরীক্ষা। মার্চ মাসের ৩ তারিখ হবে নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণির জন্য পরীক্ষা। প্রথম অর্ধে সকাল ১০:৩০ থেকে দুপুর ১২ পর্যন্ত হবে নবম দশম শ্রেণির জন্য বিষয় ভিত্তিক পরীক্ষা এবং দ্বিতীয় অর্ধে দুপুর ২:৩০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত হবে একাদশ দ্বাদশ শ্রেণির জন্য বিষয় ভিত্তিক পরীক্ষা। মাদ্রাসা সার্ভিস কমিশন পাশ প্রার্থী মঞ্চের সভাপতি মনিরুল ইসলাম বলেন, পূর্বের নিয়োগ এখনো অসমাপ্ত। হাইকোর্ট নিয়োগের নির্দেশ দিলে সুপ্রিম কোর্টে গিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন। পূর্বের নিয়োগ সম্পূর্ণ না করে নতুন পরীক্ষা নিলে জটিলতা বাড়বে। ২০১৩ সালের বিজ্ঞপ্তিতে শূন্যপদ ছিল ৩১৮,৩ সেটা ২০১৮ সালে নিয়োগ হয় মাত্র ১৫০০। তাই উত্তীর্ণ চাকরি প্রার্থীরা এখন লাগাতার আন্দোলন করছে কোর্টের নির্দেশ মেনে দ্রুত নিয়োগের জন্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct