চন্দনা বন্দ্যোপাধ্যায়, সজনেখালি, আপনজন: সুন্দরবন সহ সারা রাজ্যে এই সময় জাকিয়ে শীত পড়েছে। আর বুধবার থেকে ২য় বছরের চারদিনের পাখি উৎসব শুরু হলো সুন্দরবনে।বুধবার সুন্দরবনের সজনেখালিতে আনুষ্ঠানিক ভাবে এই পাখি উৎসবের সূচনা করেন রাজ্যের মুখ্য বনপাল দেবল রায়, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা রাজেন্দ্র জাখর,সহকারী ক্ষেত্র অধিকর্তা জোন্স জাস্টিন, সুন্দরবন বায়োস্ফিয়ারের ডিরেক্টর নীলাঞ্জন মল্লিক, দক্ষিন ২৪ পরগনা বন আধিকারিক মিলন মন্ডল সহ আরো অনেকে।নভেম্বর মাস থেকে আবেদন করার জন্য দুটি ওয়েবসাইট প্রকাশ করেছিলো বন দফতর। সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করেন পাখিপ্রেমীরা। ২৪ জন পাখি প্রেমী মানুষ এই পাখি উৎসবে অংশগ্রহণ করেছে। যাদেরকে ছয়টি দলে ভাগ করে বিভিন্ন এলাকায় ঘুরিয়ে ছবি তোলার কাজ করবে বনবিভাগ। উল্লেখ্য, প্রথমবার পাখি উৎসবের সমীক্ষা বিশ্লেষণ করে বনদপ্তর জানতে পেরেছিল সুন্দরবনের ১৪৫ প্রজাতির পাখির দেখা মিলেছে। ৫ হাজারের বেশি পাখির দর্শন পেয়েছিলেন উৎসবের যোগদানকারী পাখি প্রেমিকারা। গতবার তিনদিন ধরে এই উৎসব চললেও এবার সেই উৎসব চারদিনের করা হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে। গত বছর পাখি উৎসব থেকে বনদপ্তর সিদ্ধান্ত নিয়েছিল পাখি সুরক্ষার বিষয়ে।আর সেই সিদ্ধান্ত অনুযায়ী শীতের সময় যে সমস্ত পরিযায়ী পাখি সুন্দরবন এলাকায় আসে তাদের নিরাপত্তার ব্যবস্থা আরো জোরদার করা হচ্ছে যাতে কোনভাবেই কেউ পাখি শিকার না করে সেদিকে ও কঠোরভাবে নজর দিয়েছে বনদপ্তর। আশেপাশের লোকালয় গুলিতেও নিরাপত্তা বাড়াতে গ্রামবাসীদের সচেতন করার কাজ শুরু করেছে বনদপ্তর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct