সাদ্দাম হোসেন, জলপাইগুড়ি, আপনজন: ঘন কুয়াশার রাতে আলুর বস্তা মাথায় দিয়ে কাঠ মিলে হামলা চালালো চোর। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। অভিযোগ দায়ের করা হলো ধূপগুড়ি থানায়। ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ। চাঞ্চল্য ছড়ালো বামনী ব্রিজ সংলগ্ন এলাকায়। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের বামনী ব্রিজ এলাকার ঘটনা। জানা গেছে, বুধবার গভীর রাতে ধূপগুড়ি ব্লকের বামনী ব্রিজ সংলগ্ন এলাকার একটি কাঠ মিলে হানা দেয় এক চোর। সিসিটিভি ফুটেজ দেখলে চক্ষু চড়কগাছ হয়ে উঠে পুলিশ ও মিল মালিকের৷ ছবিতে দেখা যায় এক ব্যক্তি মাথায় আলুর বস্তা মাথায় দিয়ে মিলের অফিস কক্ষের সামনে আসে। এরপর অফিসের সম্মুখের সিসি ক্যামেরা ঢেকে দিয়ে দরজা ভেঙে দিয়ে লুটপাট চালায় বলে অভিযোগ। সকালে ঘুম থেকে উঠে অফিসের দিকে আসলে হুশ ফেরে মিল মালিক হাজী রফিক উদ্দিন আহমেদ এর। তিনি এসে দেখেন অফিসের দরজা ভাঙা অবস্থায় পরে রয়েছে। রুমের ভেতরে যেতেই দেখেন বাক্সের তালা ভাঙা আর যাবতীয় কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে। তাতেই সন্দেহ হয় তার। ঘটনা চাউর হতেই লোকজন জমে যায় মিল চত্বরে। খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। এরপর পুলিশ গিয়ে গোটা ঘটনার তদন্ত করে। উল্লেখ্য এই কাঠমিলে মাস দুয়েক আগেও দুঃসাহসিক চুরি হয়েছে বলে পরিবার সুত্রে জানা যায়। সেবার বেশকিছু টাকা পয়সা নিয়ে চম্পট দেয় চোরের দল। তবে তখনও পুলিশে খবর দিলে পুলিশ তদন্ত করেছে ঠিকই কিন্তু চুরির কিনারা করতে পারেনি পুলিশ বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। মিল মালিকের বড়ো ছেলে খোদা বক্স আলম বলেন, মাস দুয়েক আগেও আমাদের মিলে চুরি হয়েছিলো এমনকি বেশকিছু টাকাও চুরি হয়েছিলো। পুলিশে লিখিত অভিযোগ জানিয়েছিলাম। পুলিশ এসে তদন্ত করলেও চোর ধরা পড়েনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct