সেখ নুরুদ্দিন, কলকাতা, আপনজন: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ,হাই মাদ্রাসা কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সময়সূচির রদবদলের বার্তা। মাধ্যমিক ও হাইমাদ্রাসার পরীক্ষা ১১.৪৫এর পরিবর্তে শুরু হবে সকাল ৯.৪৫-এ। চলবে বেলা ১টা পর্যন্ত। উচ্চমাধ্যমিক পরীক্ষাও ৯.৪৫ থেকে শুরু হবে। চলবে ১টা পর্যন্ত। পরীক্ষার্থীরা সকাল ৮.৩০ মিনিট থেকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে।মধ্যশিক্ষা পর্ষদের সচিব বিদ্যালয়ের জেলা পরিদর্শকের কাছে এ বিষয়ে ইতিমধ্যেই বার্তা পাঠিয়েছেন। পরীক্ষার সময়সূচি পরিবর্তন হলেও অপরিবর্তিত রয়েছে পরীক্ষার দিনক্ষণ। সময়সূচির হঠাৎ বদলের সিদ্ধান্তে শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।পূর্বেই বিজ্ঞপ্তি দিয়ে পর্ষদ জানিয়েছে মাধ্যমিক প্রবেশপত্র বিতরণ করা হবে ২২শে জানুয়ারি নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে বিতরণ করা হবে।২৪শে জানুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয় থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct