নিজস্ব প্রতিবেদক, বারাসত, আপনজন: রাম মন্দিরের উদ্ধোধন ঘিরে যখন সাজসাজ রব গোটা দেশ জুড়ে।তখন এনিয়ে আশঙ্কার বাণী শোনালেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান তথা প্রবীণ সিপিএম নেতা বিমান বসু। তাঁর মতে, ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিন কোনও অঘটন ঘটানোর প্রচেষ্টা চলছে। তবে কি অঘটন ঘটতে পারে সেবিষয়ে খোলসা করে কিছু বলতে না চাইলেও সিপিএমের বর্ষীয়ান এই নেতা মনে করেন,দুষ্টু লোকেরা সবসময় চাই কোনও না কোনও সমস্যা তৈরি করতে। তাই সেদিন সাধারণ মানুষ যাতে সজাগ এবং সতর্ক থাকে,তা নিয়ে ইতিমধ্যে দলের পক্ষ থেকে প্রচারও চলছে বলে সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন বিমান বসু। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির ২৮তম সম্মেলন শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। চলবে আরও দু’দিন।সেই সম্মেলনের প্রকাশ্য সমাবেশ উপলক্ষে এদিন সন্ধ্যায় বারাসতে হাজির ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক, রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।তিনি ছাড়াও এদিনের প্রকাশ্য সমাবেশে যোগ দেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য,দলের সর্বভারতীয় নেত্রী দিপ্সিতা ধর প্রমুখ। প্রকাশ্য সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে এদিন সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক বিমান বসু রাম মন্দিরের প্রসঙ্গ টেনে এনে বলেন,”আর তিনদিন পরেই রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। সেদিন অর্তাৎ ২২ জানুয়ারি কিছু না কিছু ঘটনা ঘটানোর প্রচেষ্টা চলছে। আমাদের রাষ্ট্রের কোনও ধর্ম নেই।সংবিধানে স্পষ্টত বলা আছে, আমাদের রাষ্ট্র ধর্মনিরপেক্ষ। যে যার মতো করে ধর্মাচরণ করবে। এটাই স্বাভাবিক।এতে আমাদের কোনও আপত্তি নেই।আমরা কোনও ধর্মের বিরুদ্ধে নই।অথচ যেভাবে সাংবিধানিক কাঠামোকে ভেঙে ধর্মের আবেশে এসে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা চলছে।তার বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে আমাদের। এক্ষেত্রে দলের ছাত্র সংগঠনকে এগিয়ে আসার আহ্বানও জানান সিপিএমের এই বরিষ্ঠ নেতা। এদিন রাম মন্দিরের পাশাপাশি রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়েও সরব হয়েছেন সিপিএমের প্রবীণ নেতা বিমান বসু।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct