আপনজন ডেস্ক: অ্যাডিলেড ওভালের কিউরেটর ড্যামিয়ান হাফের তৈরি অস্থায়ী ড্রপ-ইন পিচগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গেমগুলোর জন্য ব্যবহার করা হবে। ৯ জুন নিউইয়র্কে অনুষ্ঠিত ভারত বনাম পাকিস্তানের মধ্যে মার্কি ম্যাচের জন্য ৩৪ হাজার ধারণক্ষমতার একটি অস্থায়ী বসার গ্যালারি তৈরি করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি।আইসিসির ইভেন্ট ডিরেক্টর ক্রিস টেটলি জানিয়েছেন যে হাই-প্রোফাইল ভারত বনাম পাকিস্তান ম্যাচটি নাসাউ কাউন্টি মাঠে অনুষ্ঠিত হবে, যা ম্যানহাটনের পূর্ব থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। ইংল্যান্ডের যেকোনো মাঠের চেয়ে এখানে বেশি দর্শকের সমাগম হবে। এমনকি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের থেকেও বেশি দর্শক আসবে বলে মনে করা হচ্ছে। সাংবাদিকদের সাথে কথা বলার সময় আইসিসি-র ইভেন্ট ডিরেক্টর ক্রিস টেটলি জানিয়েছেন, ‘আমরা ড্রপ-ইন পিচগুলো ব্যবহার করব এবং এটি ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। আমরা অ্যাডিলেড ওভালের কিউরেটর ড্যামিয়ান হাফের দক্ষতা ব্যবহার করছি, যিনি ড্রপ-ইন পিচগুলোর অন্যতম প্রধান উদ্যোক্তা। তিনি ট্রেগুলো তৈরি করেছিলেন এবং বড় হওয়া ট্রেগুলোর ইনস্টলেশনের তদারকি করেছিলেন। এই মুহূর্তে ফ্লোরিডায় তার তত্ত্বাবধানে কাজ চলছে।’তিনি আরো বলেন, ‘নিউ ইয়র্কে ম্যাচের পিচের জন্য পর্যাপ্ত সংখ্যক ট্রে থাকবে। এবং প্রশিক্ষণের সুবিধা থাকবে। খেলার পৃষ্ঠটি একেবারে নতুন হবে এবং আমরা পৃষ্ঠগুলো সমতল করছি, ড্রেনেজ সুবিধাও থাকবে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct