আপনজন ডেস্ক: মাওলানা খালিদ সাইফুল্লা রহমানির পৌরহিত্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি) ওযার্কিং কমিটির এক বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হল হায়দরাবাদের আল মাহাদ উল আলি আল ইসলামি-র সভাঘরে। এই বৈঠকে এআইএমপিএলবি-র দেশব্যাপী সদস্যরা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। পার্সোনাল ল বোর্ড বলেছে, “উপাসনাস্থল আইন-১৯৯১” কঠোরভাবে প্রয়োগ করা দরকার জ্ঞানবাপীর মতো কাশী ও মথুরাতেও। এই বিষয়ে কেন্দ্রের অব্যাহত নীরবতা রাজ্য সরকারগুলিকে আদালতে আইনটি ভুলভাবে উপস্থাপনের অনুমতি দেওয়ার জন্য সমালোচিত হয়।এআইএমপিএলবি-র আলোচনার বিষয় বস্তু তুলে ধরে মৌলানা উমরিন মাহফুজ রেহমানি এবং এআইএমআইএম প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি বরেন, পার্সোনাল ল বোর্ডের আইনি কমিটি বিভিন্ন আদালতে মসজিদগুলির বিরুদ্ধে চলমান আইনি চ্যালেঞ্জগুলি গ্রহণ করবে।প্যালেস্তাইনের পক্ষে জাতির জনক গান্ধীজি থেকে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত ভারতের অবস্থান বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী মোদীর কাছে আর্জি জানিয়েছে পার্সোনাল র বোর্ড। ইসরাইলের হাতে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বোর্ড। বোর্ড সেই সমস্ত দেশকে ধন্যবাদ জানিয়েছে যারা ফিলিস্তিনিদের সমর্থন করছে
ইসলাম ধর্ম ও এর সংস্কৃতি প্রচার ও প্রচারের জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে, মানুষ ও সমাজের মঙ্গলের জন্য প্রার্থনার জন্য মসজিদে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এর অংশ হিসাবে, এআইএমপিএলবি নতুন “নিকাহ নামা” খসড়া তৈরি করেছে এবং মুসলমানদের এআইএমপিএলবি দ্বারা খসড়া করা “নিকাহ নামা” অনুসরণ করার জন্য আবেদন করেছে। এদিনের বৈঠকের পার্সোনাল ল বোর্ড আট দফা প্রস্তাব অনুমোদন করেছে। বৈঠকে পাস হওয়া প্রস্তাবগুলি দ্রুত বাস্তবায়নের জন্য পৃথক গাইডলাইন তৈরি করা হবে বলে জানানো হয়েছে। ওয়াকফ জমি সম্পর্কে এআইএমপিএলবি বলেছে, ওয়াকফ সম্পত্তি রক্ষায় আইন বিদ্যমান রয়েছে যা কঠোরভাবে প্রয়োগ করা উচিত। এ জন্য কমিটিও গঠন করা হয়েছে, যারা পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবে।এদিন যে আট দফা প্রস্তাব পাস করা হয় তাতে বলা হয়, ওয়াকফহল মুসলমানদের ধর্মীয় ও দাতব্য উদ্দেশ্যে প্রদত্ত পবিত্র সম্পদ এবং মুসলমানরা এর হেফাজতকারী ও প্রশাসক। একই সঙ্গে তারা এর থেকে উপকৃত হওয়ার অধিকারী বলেও জাননো হয়, এনডাউমেন্ট সম্পত্তির অপব্যবহার এড়াতে, অন্যদের থেকে তাদের রক্ষা করার জন্য আল্লাহর ভয় থাকা দরকার। কারণ ওয়াকফ সম্পত্তির অবৈধ দখল এবং ওয়াকফের উদ্দেশ্যের বিরুদ্ধে ব্যক্তিগত লাভের জন্য তা ব্যবহার করা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা এবং আল্লাহর অসন্তুষ্টির কারণ। এছাড়া মুসলমানদেরকে পারিবারিক ও সামাজিক বিষয়ে শরীয়তের বিধি-বিধান মেনে চলার আহ্বান জানানো হয়। স্বামী-স্ত্রী ও আত্মীয় স্বজনের বিবাদ মেটাতে দারুল কাজাকে রেফার করতে বলা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct