আপনজন ডেস্ক: ২০০২ সালে গুজরাট দাঙ্গার সময় বিলকিস বানুর গণধর্ষণ এবং তার পরিবারের সাত সদস্যকে হত্যার মামলায় পাঁচ দোষী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণের জন্য ২২ জানুয়ারির পরেও চার সপ্তাহ বাড়ানোর আবেদন করেছিল দোষী গোবিন্দভাই নাই। প্রদীপ মর্ধিয়া, বিপিনচন্দ্র জোশী, রমেশ চন্দনা ও মিতেশ ভাট একই সঙ্গে মুক্তিও চেয়েছে। গত ৮ জানুয়ারি শীর্ষ আদালত গুজরাত সরকারের ১১ জন দোষীকে ক্ষমা দেওয়ার সিদ্ধান্ত খারিজ করে দিয়ে বলেছিল, এই আদেশগুলি “গতানুগতিক” এবং বিবেচনার প্রয়োজন ছাড়াই পাস করা হয়েছিল। দোষীদের দু সপ্তাহের মধ্যে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে বলা হয়। বৃহস্পতিবার বিচারপতি বি ভি নাগরথানা এবং বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চের সামনে সময় বাড়ানোর বিষয়টি উল্লেখ করা হয়। এরপরই বেঞ্চ রেজিস্ট্রিকে নির্দেশ দেয়, আবেদনগুলি গ্রহণ করার জন্য আজ শুক্রবার বেঞ্চ পুনর্গঠনের জন্য প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছ থেকে আদেশ চাইতে। তিনজন আবেদনকারী জানিয়েছেন, আত্মসমর্পণ ও কারাগারে রিপোর্ট করার জন্য সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct