আপনজন ডেস্ক: বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ ৪৭ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন অনুষ্ঠান ল সল্টলেকের করুণাময়ী সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বিভিন্ন বইয়ের স্টল ঘুরে দেখেন। বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন ব্রিটিশ হাই কমিশনার অ্যালেক্স ইলিস সিএমজি, ব্রিটিশ কাউন্সিল অফ ইন্ডিয়ার ডিরেক্টর অ্যালিসন ব্যারেট এমবিই এবং সাহিত্যিক বাণী বসু। তাকে রমাপ্রসাদ গোয়েঙ্কা সিইএসসি সৃষ্টি সম্মান প্রদান করা হয়েছে। বইমেলায় এ বারের থিম ব্রিটেন। এই নিয়ে চতুর্থ বার ব্রিটেনের থিমে কলকাতা বইমেলার আয়োজন করা হল। বইমেলা প্রসঙ্গে বলতে গিয়ে মমতা তার লন্ডনযাত্রার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বলেন, ‘আমি লন্ডনের প্রতিটি রাস্তা চিনি। ওখানে গিয়ে আমি কখনও গাড়িতে ঘুরি না। পায়ে হেঁটে ঘুরি। লন্ডন আমাদেরও শহর। ব্রিটিশ ভারতে ইংরেজদের উন্নয়নমূলক কাজ এবং তাদের তৈরি উৎকৃষ্ট স্থাপত্য, ভাস্কর্যের প্রশংসাও করেন মমতা। এ বছর বইমেলায় ২০টি দেশ অংশগ্রহণ করেছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বইমেলা চলবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct