আপনজন ডেস্ক: বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মিবর্গ মন্ত্রকের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, অযোধ্যায় রাম মন্দির অভিষেক অনুষ্ঠানের কারণে ২২ জানুয়ারি দেশের সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস অর্ধদিবস বন্ধ থাকবে। সোমবার রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার নতুন মূর্তির ‘প্রাণ প্রতীষ্ঠ’ অনুষ্ঠান হওয়ার কথা। এই অনুষ্ঠানে পৌরেহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যায় রামলালা প্রাণ প্রতিষ্ঠা ২২ জানুয়ারি সারা ভারত জুড়ে পালিত হবে। কেন্দ্রীয় সরকারের সমস্ত মন্ত্রক/বিভাগকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, কর্মীদের উদযাপনে অংশ নিতে সক্ষম করার জন্য, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সারা ভারত জুড়ে সমস্ত কেন্দ্রীয় সরকারী অফিস, কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠানগুলি ২২ শে জানুয়ারি বেলা আড়াইটা পর্যন্ত অর্ধদিবসের জন্য বন্ধ থাকবে। কেন্দ্রীয় কর্মিবর্গ প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, মানুষের আবেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এ বিষয়ে সারা দেশে ব্যাপক গণচাহিদা ছিল। তাই এদিন কেন্দ্রীয় সরকারি অফিস অর্ধদিবস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনসাধারণের আবেগের পরিপ্রেক্ষিতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct