অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছয়া সভাগৃহে আয়োজিত হল মেগা ক্রেডিট ক্যাম্প। আনন্দধারা প্রকল্পের মাধ্যমে গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করে তুলতেই এদিনের এই মেগা ক্রেডিট ক্যাম্প এর আয়োজন করা হয়। বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক এবং জেলা আনন্দ ধারার যৌথ উদ্যোগে বালুরঘাটে আয়োজিত এই মেগা ক্রেডিট ক্যাম্পে উপস্থিত ছিলেন, জেলা আনন্দধারা প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর সুব্রত মোহন্ত, বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজার (আরএম) সন্দীপন পাল,জেলা নাবার্ডের আধিকারিক তীর্থঙ্কর বিশ্বাস, জেলা লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার সায়ন্তন তালুকদার সহ অন্যান্যরা। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা উপস্থিত ছিলেন।এবিষয়ে বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজার সন্দীপন পাল জানান, ‘স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে ব্যাঙ্কঋণ অনুমোদনের চেক তুলে দেওয়া হয়েছে। মোট ৮০ টির বেশি স্বনির্ভর গোষ্ঠী ৫.৫ কোটি টাকার ঋণ পেয়েছে। আমাদের প্রায় ৯৯% গ্রামীণ গ্রাহক। গ্রামীন এলাকায় প্রচুর মহিলা রয়েছে যারা স্বনির্ভর হওয়ার যোগ্য। তাদেরকে স্বনির্ভর করে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। তারা যাতে এই ঋণ পেয়ে স্বনির্ভর হতে পারে, মহিলারা যাতে কারো উপর নির্ভরশীল না থাকে, এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই গ্রামীণ এলাকার যত মহিলা রয়েছে, তারা সকলেই যাতে স্বনির্ভর দলের আওতায় আসেন।’এবিষয়ে জেলা আনন্দধারা প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর সুব্রত মোহন্ত জানান, ‘আশা করছি স্বনির্ভর দলের মহিলারা এই ঋণ গ্রহণ করে স্বনির্ভর হবেন এবং আগামী দিনে তাঁরা তাদের ব্যবসা আরো বাড়াতে পারবেন। এই উদ্দেশ্য নিয়েই আনন্দধারা প্রজেক্টে আমরা কাজ করি। ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে আপনারা সেই টাকা কাজে লাগাবেন এবং পরবর্তীতে সঠিক সময়ে আবার সেই টাকা ব্যাংকে ফেরত দেবেন। কেননা আনন্দধারা প্রকল্পের মাধ্যমে জেলার মহিলারা স্বনির্ভর হওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী দিনে আপনারা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে আরও এগিয়ে যাবেন বলেই আশা করছি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct