জাকির সেখ, মুর্শিদাবাদ, আপনজন: মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামার প্রতিনিধি সভায় এসে একথা বললেন রাজ্য জমিয়তে উলামার সভাপতি তথা রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী। তিনি আরও বলেন, কিছু মানুষ আমাদেরকে উত্তেজিত করে গরম করতে চাইছে কিন্তু আমাদেরকে উত্তেজিত হলে হবে না। ঠান্ডা মাথায় চলতে হবে তাহলে অনেক দূরের পথ আমরা চলতে পারবো। নাম না করে কেন্দ্র সরকারের সমালোচনা করে তিনি বলেন ক্ষমতার বলে বলিয়ান হয়ে তারা ভারতবর্ষের সংবিধানকে নষ্ট করতে চাইছে। এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ সকল বিচারপতিদের ক্ষমতা কেড়ে নিতে চাইছে। দেশের জাতীয় সংহতি নষ্ট করার চেষ্টা চলছে। এবিষয়ে জমিয়ত কর্মীদের সতর্ক থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।মন্ত্রী আরও বলেন, মুর্শিদাবাদ জেলায় মুসলিমরা সংখ্যাগুরু আপনাদের দায়িত্ব সংখ্যালঘু অমুসলিম ভাইদের নিরাপত্তা দেওয়া। আর যেখানে অমুসলিম ভাইয়েরা সংখ্যাগুরু সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্ব। ওয়াকফ সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের রক্ষণাবেক্ষণ আমাদেরকেই করতে হবে। সাংসদ আবু তাহের খান বক্তব্য রাখতে গিয়ে বলেন ভারতবর্ষের সংবিধান আমাদেরকে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার দিয়েছে। আমরা দেশে মাথা উঁচু করে বসবাস করবো। দেশে যে জনবিরোধী শক্তির উত্থান হয়েছে সকলকে একজোট হয়ে ভোটের মাধ্যমে তাদেরকে পরাজিত করতে হবে।এছাড়াও এদিনের সভায় বক্তারা ইউনিফর্ম সিভিল কোর্ড, এনআরসি, জমিয়তের শতবর্ষ উদযাপন, জাতীয় সংহতি, জমিয়ত ওপেন স্কুল, জমিয়ত ইয়ুথ ক্লাবের প্রয়োজনীয়তা, ২০ জানুয়ারি কলকাতা নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্য জমিয়তে প্রতিনিধি সভা ও সাম্প্রদায়িক সম্প্রীতির উপর বক্তব্য রাখেন।এদিনের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজ্য জমিয়তের সম্পাদক মুফতি ইমদাদুল ইসলাম, বর্ধমান জেলা জমিয়তের সম্পাদক মাওলানা ইমতিয়াজ আলী, ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবীর, মালদা জেলা জমিয়তে উলামার সম্পাদক মুফতি মুইদুল ইসলাম, তাহাফফুযে খতমে নবুয়াতের রাজ্য মুবাল্লিগ মাওলানা আব্দুস সামাদ প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সভাপতি মাওলানা বদরুল আলম, সম্পাদক মুফতি রায়হানুল ইসলাম, সহ সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, মুফতি জুবায়ের হোসেন, মুফতি মিজানুর রহমান, মাওলানা মানোয়ার হোসেন, ক্বারী রহমতুল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, মুফতি মিজানুর রহমান, মুফতি শাহাদাতুল্লাহ, মুফতি আব্দুল মুগনী প্রমুখ
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct