রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: বিয়ে সাদি হোক কিংবা কোনো অনুষ্ঠান বা পিকনিক। সমাজের বিত্তশালী লোকদের কথা তো সকলেই ভাবে। কিন্তু সমাজের অসহায় মানুষদের কথা, ভবঘুরেদের কথা, দরিদ্র, প্রতিবন্ধী এতিম মানুষদের কথা কজনই বা ভাবেন? বুধবার অভিনব উদ্যোগ নিয়ে এতিম, দুঃস্থ, যাযাবর, ও সর্বহারা মানুষদের নিয়ে বনভোজন অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। বিশিষ্ট সমাজসেবী আব্দুল রহমান ওরফে মুন্নাভাই নামে এক সমাজকর্মীর অভিনব উদ্যোগে মুখে হাসি ফুটল প্রায় দুই হাজারেরও বেশি দুঃস্থ মানুষের। এদিন দুপুরে সামশেরগঞ্জের হাউসনগর কর্মতীর্থে আয়োজিত এই বনভোজনে ভিড় জমান এতিম, দুঃস্থ, যাযাবর, প্রতিবন্ধী ও সর্বহারা মানুষরা। দুপুরে মাংস ভাত, দই মিষ্টি পাঁপড়ের বন্দোবস্ত করা হয়। এতিম দুঃস্থদের উৎসাহ দিতে সামিল হন সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সহ বহু বিশিষ্ট জনেরা। এই ধরনের বনভোজন করায় সমাজকর্মী মোহাম্মদ আব্দুর রহমান ওরফে মুন্না ভাই’য়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সাধারণ মানুষ।বিষয়টি নিয়ে উদ্যোক্তা আব্দুল রহমান ওরফে মুন্না জানান, অসহায়দের দুমুঠো খাওয়াতে পেরে আমি অত্যান্ত আনন্দিত। বনভোজনের সুযোগ এই এতিম অনাথ শিশুরা পায় না। ধনীদের দিকে তাকিয়ে দেখে। তাই এধরনের উদ্যোগ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct