নিজস্ব প্রতিবেদক, বারুইপুর, আপনজন: দক্ষিণ ২৪ পরগনার রাইচরণ বিদ্যাপীঠ-এর শিক্ষক সঙ্গীত হালদার তাঁর সুদীর্ঘ ৩৫ বছরের কর্মময় স্কুল জীবন শেষ করে অবসর নিয়েছিলেন ৩১ অক্টোবর ২০২৩ সালে। সেই সময় বিদ্যালয় ছুটি থাকায় বিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার বিদায় সম্বর্ধনার আয়োজন করেছিলেন। হালদার ছিলেন বিদ্যালয়ের একজন বিজ্ঞানের শিক্ষক। তার বিদায় সম্বর্ধনা সভায় হাজির ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক ও শিক্ষিকাগন, ছিলেন প্রাক্তন ও বর্তমান বিদ্যালয় পরিচালন সমিতির সদস্যগণ, অসংখ্য প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী। তাদের দাবি,তিনি ছিলেন যথার্থই একজন মানুষ গড়ার কারিগর। তাঁর অসংখ্য প্রাক্তন ছাত্র-ছাত্রী আজ শুধুমাত্র রাজ্যে বা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে নেই, আন্তর্জাতিক ক্ষেত্রে যেমন ফ্রান্স, আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি ইত্যাদি দেশেও ছড়িয়ে রয়েছেন। অনুষ্ঠানের সভাপতি ছিলেন ত্রিশঙ্কু নস্কর, যিনি এখন বিদ্যালয়ের বরিষ্ঠ শিক্ষক। ভার- প্রাপ্ত প্রধান শিক্ষক সাহাবুদ্দিন মণ্ডল বলেন, সঙ্গীত হালদারের সাথে পরিচয় ২০০১ সাল থেকে। বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে উনি তাকে সর্বোতভাবে সাহায্য করেছিলেন। সম্প্রতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক স্নেহময় ঘটক জানান, শ্রী হালদার প্রথমে ছিলেন তাঁর সহযাত্রী, পরে হয়ে যান সহকর্মী। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুরজিৎ নস্কর,সলিল মুখার্জী, প্রাক্তন ছাত্রী বাসবদত্তা ব্যানার্জী,অর্চনা মণ্ডল তাঁদের প্রিয় স্যারকে নিয়ে স্মৃতিচারণ করেন।তবে প্রিয় শিক্ষকের বিদায়ে শিক্ষকের সঙ্গে ছাত্রছাত্রীদেরও চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct