বিশেষ প্রতিবেদক, অশোকনগর, আপনজন: বুধবার অশোকনগরের হিজলিয়া শাহজালালী বরকতিয়া হাই মাদ্রাসায় কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টি নিয়ে একটি মনোজ্ঞ কর্মশালা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সঙ্গে যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে নজরুল চর্চা কেন্দ্র। নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি অধ্যক্ষ শেখ কামাল উদ্দীন কাজী নজরুল ইসলামের জীবনের বিভিন্ন দিক ও সৃষ্টির বহুমুখীতা নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচরিতায় অংশগ্রহণ করেন। কাজী নজরুল ইসলামের গান, কবিতা, গজল ও নাত পরিবেশনে অংশগ্রহণ করেন নজরুল চর্চা কেন্দ্রের পক্ষে কওসর আলি, অনিন্দিতা ঘোষ, অপর্ণা মিত্র, শ্যামলী দাস, তাপসী ঘড়ুই, শিখা দে, নুপুর মন্ডল ও মাদ্রাসার পক্ষে ছাত্রী তানিয়া সুলতানা। মাদ্রাসার প্রধান শিক্ষক মাহামাদুর রহমান কর্মশালায় সভাপতিত্ব করেন। তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে নজরুল চর্চার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। স্বাগত বক্তব্য উপস্থাপনা করে সংগঠনের সম্পাদক তথা মাদ্রাসার শিক্ষক শাহজাহান মন্ডল এই ধরনের কর্মশালা আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে শ্রোতাদের অবহিত করেন। কর্মশালায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে সফল উত্তরদাতাদের সংগঠনের পক্ষ থেকে পুরস্কার হিসেবে কলম তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার ভূতপূর্ব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিকুল গোলদার। সমবেত কন্ঠে ‘ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ’ এই নজরুলসংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct